এনএইচএসের নেতৃত্ব দানকারীরা সতর্ক করেছেন সিনিয়র কনসালটেন্ট এবং জুনিয়র ডাক্তারদের যৌথ ধর্মঘটের কারণে রোগীদের ভয়ানক সমস্যা মোকাবেলা করার সম্ভাবনা রয়েছে।
বেতন ও কাজের শর্তের বিষয়ে সরকারের সাথে দ্বিমত হতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন ডাক্তারেরা বলে খবরে জানা যায়। যার ফলে হাজার হাজার রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
খবরে জানা যায়, ইংল্যান্ডের হাসপাতালের কনসালটেন্টরা মঙ্গলবার থেকে ৪৮ ঘন্টা কর্মবিরতি চলে যাবেন। এবং
বুধবার তাদের জুনিয়র সহকর্মীরা তাদের সাথে যোগ দেবেন, যারা বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত তাদের ধর্মঘট চালিয়ে যাবেন।
এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৩