4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করলেই মিলছে অর্থ ও সেবাসুবিধা, তবে রয়েছে কঠোর শর্ত

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীরা এখন সরকারের পক্ষ থেকে মাসে সর্বোচ্চ £২৫৪ নগদ সহায়তা পাচ্ছেন, এর পাশাপাশি মিলছে ফ্রি বাসস্থান ও স্বাস্থ্যসেবা সুবিধা। এই অর্থ সহায়তা মূলত খাদ্য, পোশাক ও প্রসাধন সামগ্রীর জন্য দেওয়া হয়। এছাড়া বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভবতী নারীদের জন্য অতিরিক্ত অর্থ এবং এককালীন £৩০০ অনুদানও দেওয়া হচ্ছে।

বর্তমানে সরকার প্রতি সপ্তাহে একজন আশ্রয়প্রার্থীকে £৪৯.১৮ প্রদান করে থাকে। তবে যেসব আশ্রয়প্রার্থীর জন্য আবাসস্থলে খাবার সরবরাহ করা হয়, তারা শুধুমাত্র £৯.৯৫ মূল ভাতা পান। গর্ভবতী নারী বা ছোট শিশুর মা হলে এই ভাতার পরিমাণ বেড়ে সর্বোচ্চ £৫৮.৬৮ সাপ্তাহিক অর্থাৎ £২৫৪.২৮ মাসিক পর্যন্ত হতে পারে।

গর্ভাবস্থায় এককালীন £৩০০ অনুদান পেতে হলে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ যদি ১১ সপ্তাহের মধ্যে পড়ে বা সন্তান ছয় মাস বয়সী না হয়, তাহলে আবেদনকারী এই সহায়তার জন্য উপযুক্ত হন। সমস্ত অর্থ সহায়তা একটি বিশেষ ডেবিট কার্ড (ASPEN)–এর মাধ্যমে সরবরাহ করা হয়, যা দিয়ে এটিএম থেকে নগদ উত্তোলন করা যায়।

আশ্রয়প্রার্থীদের শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সরকার তাদের ফ্রি বাসস্থান সরবরাহ করে থাকে। এটি হতে পারে ফ্ল্যাট, বাড়ি, হোস্টেল বা বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তবে অবস্থান নির্ধারণে তাদের পছন্দের কোনও সুযোগ নেই। সাধারণত লন্ডন বা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে থাকার সম্ভাবনা খুবই কম।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রয়েছে সরকারি অনুদান। আশ্রয়প্রার্থীরা ফ্রি প্রেসক্রিপশন, বিনামূল্যে দাঁতের চিকিৎসা, চোখের পরীক্ষা এবং চশমার খরচেও সহায়তা পেয়ে থাকেন। আবেদন প্রত্যাখ্যাত হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে তারা বাসস্থান ও খাদ্যের পেমেন্ট কার্ডের জন্য যোগ্য হতে পারেন, তবে এক্ষেত্রে নগদ অর্থ দেওয়া হয় না।

আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাজ্যে থাকার জন্য, আবেদনকারীকে নিজ দেশ থেকে নির্যাতনের আশঙ্কায় পালিয়ে আসার সুনির্দিষ্ট কারণ দেখাতে হয়। আবেদনের সময় দেরি হলে আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে। মিথ্যা তথ্য দিলে দুই বছরের কারাদণ্ড বা বহিষ্কারের শাস্তি হতে পারে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

দক্ষিণ-পূর্ব লন্ডনে জ্বালানির দামে সাশ্রয়ী অফার, দেখে নিন কোথায় মিলবে সস্তা পেট্রোল

যুক্তরাজ্যে আগামী সপ্তাহেও বিরাজ করবে ঠান্ডা কনকনে আবহাওয়া

লন্ডনের সবচেয়ে অপরাধপ্রবণ ট্রেন লাইন এবং স্টেশনগুলোর নাম প্রকাশিত