5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে ব্যাকলগঃ আরো তিন বছর হোটেলে রাখা হতে পারে আশ্রয়প্রার্থীদের

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আশ্রয় চেয়ে করা আবেদনে তৈরি হয়েছে ব্যাকলগ৷ সব আবেদন যাচাই বাছাই করে প্রাথমিক সিদ্ধান্ত দিতে আরো সময় প্রয়োজন কর্তৃপক্ষের৷ আর তাই আশ্রয়প্রার্থীদের আরো তিন বছর হোটেলেগুলো রাখা হতে পারে ধারণা করা হচ্ছে৷

দ্য টাইমস-এর এক প্রতিবেদন বলা হয়েছে, বর্তমানে অন্তত ৩০ হাজার আশ্রয়প্রার্থীকে ২৫০টিরও বেশি হোটেলে আবাসনের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য সরকার৷ এজন্য প্রতিদিন সরকারের ব্যয় হচ্ছে ৪২ লাখ পাউন্ড৷

লেবার পার্টি তাদের নির্বাচনি ইশতেহারে সরকারের খরচ কমাতে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার বিষয়টি বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু এজন্য অবশ্য তারা কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়নি৷ প্রাথমিকভাবে, এক বছরের মধ্যেই এটি সম্ভব হবে বলে অনুমান করা হয়েছিল৷

নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি৷ দায়িত্ব নেয়ার পর ব্রিটিশ হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্বীকার করেছেন, আশ্রয় আবেদনের ব্যাকলগ শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগবে৷ তিনি অবশ্য আশাপ্রকাশ করে জানিয়েছেন, তার মন্ত্রণালয় আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ৮৭ হাজার ২১৭টি আবেদন নিষ্পত্তি করতে পারবে৷

এর বাইরে আরো এক লাখ ৩৭ হাজার ৫২৫টি আবেদন এখনও আপিল বা প্রত্যাবাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে৷ আর এই আবেদনগুলোর সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই৷ ফলে সবমিলিয়ে ব্যাকলগের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৭৪২৷ এজন্য আশ্রয়প্রার্থীদের আবাসন হিসাবে হোটেলের ব্যবহার এখনই বন্ধ করতে পারছে না লেবার সরকার৷

এদিকে, ফরাসি উপকূল থেকে ছোটো নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসছেন অভিবাসীরা৷ চলতি বছর এ পর্যন্ত অন্তত ২৫ হাজার অভিবাসী এসেছন৷ ৫ জুলাই যুক্তরাজ্যের ক্ষমতা নিয়েছে লেবার পার্টি৷ তারপর থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে৷

সূত্রঃ দ্য টাইমস

এম.কে
০৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে দ্রুতগতিতে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা

ব্রিটেনে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

অ্যান্টার্কটিকায় বিপুল তেল-গ্যাস পেল রাশিয়া, অঞ্চলটি নিজেদের দাবি যুক্তরাজ্যের