যুক্তরাজ্যে এনার্জি খরচ সহ বেশ কয়েকটি বিল বৃদ্ধি কার্যকর হতে চলেছে, যা কিছু বিশ্লেষক “ভয়ংকর এপ্রিল” বলে অভিহিত করেছেন।
প্রত্যেক নাগরিকের কত টাকা অতিরিক্ত গুনতে হবে, তা নির্ভর করবে সেই ব্যক্তির পরিস্থিতি ও বসবাসের স্থানের ওপর।
এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বাড়লেও মুদ্রাস্ফীতির কারণে পরিবারের আর্থিক চাপ আরও বাড়তে পারে।
যে সাতটি খাত একটি পরিবারের ওপর বড় প্রভাবক হতে পারেঃ
১.পানির বিলঃ
ইংল্যান্ড ও ওয়েলসে গড়পড়তা প্রতি মাসে পানির বিল ১০ পাউন্ড বেড়ে যাবে, তবে কোম্পানিভেদে এর পরিমাণ ভিন্ন হতে পারে।
উদাহরণস্বরূপ, সাউদার্ন ওয়াটারের বার্ষিক বিল ৪৭% বেড়ে £৭০৩ হবে, আর অ্যাংলিয়ান ওয়াটারের গ্রাহকদের ১৯% বেশি দিতে হবে, যা হবে £৬২৬।
পরিবারের মিটার থাকা না থাকার বিষয়টি এবং পানির ব্যবহারের পরিমাণ বিলের ওপর প্রভাব ফেলবে। আগামী পাঁচ বছরের জন্য এই বিলগুলো বাড়ানো হচ্ছে, যার ফলে বড় বৃদ্ধি এপ্রিলেই ঘটবে।
স্কটল্যান্ডে পানির বিল প্রায় ১০% বাড়বে, কারণ স্কটিশ ওয়াটার জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও প্রবল বৃষ্টিপাতের মতো পরিস্থিতির মোকাবিলায় বিনিয়োগ করছে।
উত্তর আয়ারল্যান্ডে গৃহস্থালি গ্রাহকদের পানির বিল দিতে হয় না, এটি স্থানীয় সরকার দ্বারা অর্থায়ন করা হয়।
২. এনার্জি বিলঃ
গ্যাস ও বিদ্যুতের গড় ব্যবহারকারী পরিবারের বার্ষিক এনার্জি বিল এপ্রিল থেকে £১১১ বেড়ে £১,৮৪৯ হবে।
এই ক্যাপ প্রতি তিন মাসে নির্ধারিত হয় এবং প্রতি ইউনিট গ্যাস ও বিদ্যুতের দাম সীমাবদ্ধ রাখে, তবে মোট বিল সীমিত করে না—অর্থাৎ বেশি ব্যবহার করলে বেশি দিতে হবে।
এটি ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ২.২ কোটি পরিবারকে প্রভাবিত করবে।
স্থিরমূল্য পরিকল্পনা নেওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা চলছে, যদিও জুলাইয়ে দাম কমার সম্ভাবনা রয়েছে।
৩.কাউন্সিল ট্যাক্সঃ
ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্স এপ্রিল থেকে বাড়বে।
ইংল্যান্ডে, স্থানীয় কর্তৃপক্ষ প্রতি বছর সামাজিক সেবা খাতে ব্যয়ের জন্য ৪.৯৯% পর্যন্ত বাড়াতে পারে, আর ছোট কাউন্সিলগুলো ২.৯৯% পর্যন্ত বাড়াতে পারে।
২০২৫-২৬ সালে ব্র্যাডফোর্ড, নিউহ্যাম, বার্মিংহাম, সোমারসেট এবং উইন্ডসর ও ম্যাডেনহেড অতিরিক্ত বৃদ্ধি অনুমোদন পেয়েছে।
ওয়েলসে কিছু এলাকায় এটি ১৫% পর্যন্ত বাড়তে পারে।
উত্তর আয়ারল্যান্ডে কাউন্সিল ট্যাক্সের পরিবর্তে গৃহস্থালি রেট ব্যবস্থার মাধ্যমে ট্যাক্স নেওয়া হয়, এবং আগামী বছরে সব কাউন্সিল তাদের হার বাড়াচ্ছে।
৪.গাড়ির করঃ
এপ্রিল থেকে ২০১৭ সালের পর নিবন্ধিত গাড়ির জন্য স্ট্যান্ডার্ড কর £৫ বেড়ে £১৯৫ হবে।
আপনার গাড়ির নিবন্ধনের সময় ও জ্বালানির ধরন অনুযায়ী করের হার পরিবর্তিত হতে পারে।
একটি বড় পরিবর্তন হলো, বৈদ্যুতিক যানবাহন (EV) আর করমুক্ত থাকবে না। ২০২৫ সালের এপ্রিল থেকে নিবন্ধিত EV-গুলো প্রথম বছরে £১০ এবং পরের বছর থেকে স্ট্যান্ডার্ড হার প্রদান করতে হবে।
৫. ব্রডব্যান্ড, ফোন ও টিভি লাইসেন্সঃ
নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম কোম্পানিগুলোকে গ্রাহকদের মূল্যবৃদ্ধির তথ্য স্পষ্টভাবে জানাতে হবে।
যারা ১০ এপ্রিল ২০২৪-এর আগে চুক্তি নিয়েছেন, তাদের বিল গড়পড়তা ৬.৪% বাড়বে।
ভার্জিন মিডিয়া ব্রডব্যান্ড গ্রাহকদের বিল ৭.৫% বাড়বে, এবং নতুন চুক্তি গ্রহণকারীদের ক্ষেত্রে এটি মাসে £৩.৫০ বাড়বে।
টিভি লাইসেন্সের দাম £৫ বাড়িয়ে £১৭৪.৫০ করা হয়েছে, আর সাদাকালো টিভির লাইসেন্সের দাম £১.৫০ বেড়ে £৫৮.৫০ হবে।
৬.স্ট্যাম্প ডিউটি ও বাড়ির দামঃ
এপ্রিল থেকে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে £১২৫,০০০-এর বেশি মূল্যের সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি দিতে হবে, যা আগে £২৫০,০০০ পর্যন্ত করমুক্ত ছিল।
প্রথমবারের ক্রেতারা এখন £৪২৫,০০০ পর্যন্ত করমুক্ত সুবিধা পেলেও, এটি কমিয়ে £৩০০,০০০ করা হবে।
৭. লুকানো কর বৃদ্ধিঃ
সরকার ২০২৮ পর্যন্ত আয়কর ও জাতীয় বিমার (National Insurance) করসীমা অপরিবর্তিত রেখেছে।
এটি “ফিসক্যাল ড্র্যাগ” নামে পরিচিত, যেখানে মজুরি বাড়লেও করসীমা অপরিবর্তিত থাকায় আরও মানুষ উচ্চ হারে কর দিতে বাধ্য হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৮-২৯ সালের মধ্যে আরও ৪০ লাখ মানুষ আয়কর দিতে বাধ্য হবে, এবং ৩০ লাখ মানুষ উচ্চ হারে করের আওতায় আসবে।
সূত্রঃ এম এস এন
এম.কে
২৬ ফেব্রুয়ারি ২০২৫