9.1 C
London
January 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এ.আই ব্যবহার করার সুযোগ পাবে বেসরকারি কোম্পানি

যুক্তরাজ্য সরকারের মন্ত্রীরা NHS ডেটা থেকে লাভবান হওয়ার জন্য বেসরকারি কোম্পানিগুলোকে রোগীদের গোপনীয় তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়।

এআই ব্যবহারে চিকিৎসা, ওষুধ এবং ডায়াগনস্টিক সরঞ্জাম তৈরিতে সহায়তা নিতে হতে পারে নাগরিকদের গোপনীয় তথ্যের। তবে গোপনীয় তথ্যের অপব্যবহারের আশঙ্কা করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। এই বিষয়ে তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব আনার প্রচেষ্টার অংশ হিসেবে, মন্ত্রীরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে NHS ডেটা থেকে লাভবান হওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

সোমবার কেয়ার স্টারমার এআই উদ্ভাবনের জন্য সরকারকে উন্মুক্ত করার একটি উদ্যোগ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে গোপনীয় রোগীর ডেটা ব্যবহার করে নতুন চিকিৎসা, ওষুধ এবং ডায়াগনস্টিক সরঞ্জাম তৈরি করার সুযোগ প্রদান।

যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর র‍্যাচেল রিভসের ওপর চাপ বাড়ার মধ্যে স্টারমার বলেছেন, এআই দেশের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে পারে। তিনি গোপনীয়তা, ভুল তথ্য এবং বৈষম্য নিয়ে উদ্বেগকে পাশ কাটিয়ে এই প্রযুক্তির সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছেন।

স্টারমার পূর্ব লন্ডনের একটি অনুষ্ঠানে বলেন,
“আমরা একটি অনন্য অবস্থানে আছি, কারণ আমাদের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) আছে এবং এই ডেটার ব্যবহার ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতি এনেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের এটি একটি বিশাল সুযোগ হিসেবে দেখতে হবে। যা লক্ষ লক্ষ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলবে।”

স্টারমার যোগ করেন, “এই ডেটার নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। আমি পুরোপুরি এই চ্যালেঞ্জ গ্রহণ করি। তবে আমি মনে করি না যে আমাদের এখানে একটি প্রতিরক্ষামূলক মনোভাব থাকা উচিত যা আমাদের প্রয়োজনীয় অগ্রগতিগুলোকে বাধাগ্রস্ত করবে।”

এআইয়ের ঝুঁকির চেয়ে সম্ভাবনার দিকটি গ্রহণ করার এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর জন্য একটি চ্যালেঞ্জিং সময়ে এসেছে। আর্থিক বাজারগুলো যুক্তরাজ্যের ঋণের খরচ ৩০ বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং পাউন্ড ডলারের বিপরীতে নিম্নস্তরে পৌঁছেছে।

স্টারমার বলেছেন, এআই যুক্তরাজ্যের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক গতি সরবরাহ করতে পারে এবং উল্লেখ করেছেন যে এই প্রযুক্তি “উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। এই প্রযুক্তি ভিন্নভাবে কাজ করতে পারে এবং নতুন উপায়ে কার্যকর অর্থনীতি প্রদান করতে পারে।”

প্রযুক্তি বিনিয়োগকারী ম্যাট ক্লিফোর্ডের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এআই মডেল প্রশিক্ষণের জন্য নতুন ডেটাসেট তৈরি করবে। বিভিন্ন উৎসের ডেটা এতে অন্তর্ভুক্ত থাকবে, যেমন ন্যাশনাল আর্কাইভস এবং গোপনীয় NHS রেকর্ড।

কর্মকর্তারা এই রেকর্ডগুলো কীভাবে শেয়ার করা হবে তা নিয়ে বিশদ কাজ করছেন। সোমবার কর্মকর্তারা বলেছেন, তারা জাতীয় নিরাপত্তা এবং নৈতিক বিষয়গুলো বিবেচনা করবেন। স্টারমারের সহকারীরা বলেছেন, সরকারি খাত “ডেটার উপর নিয়ন্ত্রণ” বজায় রাখবে। বাণিজ্যিক উদ্দেশ্যে এর ব্যবহারকে অনুমতি দেওয়া হতে পারে।

এই ঘোষণা কিছু বিশেষজ্ঞের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ডেটার অপব্যবহারের সম্ভাবনা নিয়ে।

আইনজীবী শুস্মিথসের অংশীদার কেট ব্রিমস্টেড বলেছেন, “ NHS ডেটা ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণের সম্ভাব্য সুবিধা বিশাল। যা গবেষণার উন্নতি, রোগীর ভালো ফলাফল এবং ব্যয় সাশ্রয়ের প্রতিশ্রুতি দেয়। তবে এই উদ্যোগের সাথে থাকা ডেটা গোপনীয়তা এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে উপেক্ষা করা উচিত নয়।”

এআই ইতোমধ্যে বিভিন্ন পরিষেবা প্রদানে ব্যবহৃত হচ্ছে। তবে এটি অনেক ক্ষেত্রেই খণ্ডিত এবং ঝুঁকি ও সুবিধার মূল্যায়ন ছাড়াই।

স্টারমারের বক্তব্য তার পূর্বসূরি ঋষি সুনাকের অবস্থান থেকে ভিন্ন বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

লন্ডনে ভয়ঙ্কর তলোয়ার হামলায় আহত ৫, এক ব্যক্তি গ্রেপ্তার

বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পরতে পারে: টরি এমপিদের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

টিউব কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্ক!