TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কর বাড়ানোর পথ নয়—বিদেশি ব্যয় কমিয়েই সমাধান সম্ভবঃ রিফর্ম ইউকের দাবি

রাচেল রিভস আগামী সপ্তাহে কর বাড়াতে পারেন—এমন সম্ভাবনার প্রেক্ষিতে লেবার পার্টির ওপর রাজনৈতিক সিদ্ধান্তের অভিযোগ তুলেছে রিফর্ম ইউকে। দলের দাবি, নাগরিকদের ওপর করের বোঝা চাপানো ছাড়া ২৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের সুস্পষ্ট উপায় রয়েছে, যা সরকার চাইলে অবলম্বন করতে পারে।

রিফর্ম ইউকে জানায়, প্রথম ও সর্ববৃহৎ সাশ্রয় করা যেতে পারে বিদেশি সহায়তা বাজেট থেকে। দলটির প্রস্তাব, যুক্তরাজ্যের বিদেশি সহায়তা ১ বিলিয়ন পাউন্ডে নামিয়ে আনলে একাই ১০ বিলিয়ন পাউন্ড সাশ্রয় সম্ভব। তাদের মতে, বৈদেশিক খাতে অপচয় কমিয়ে অভ্যন্তরীণ আর্থিক চাপে বড় পরিবর্তন আনা যায়।

দ্বিতীয় বড় প্রস্তাব হিসেবে দলটি বলছে, ইমিগ্রেশন হেলথ সারচার্জ বাড়ানো হলে বছরে আরও ৫ বিলিয়ন পাউন্ড সরকারের হাতে আসতে পারে। বিদেশি অপরাধীদের দেশ থেকে বহিষ্কার করলে ৫৮০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের হিসাবও তুলে ধরেছে রিফর্ম ইউকে।

এছাড়া বিদেশি নাগরিকদের জন্য ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ করলে ৬ বিলিয়ন পাউন্ড এবং গুরুতর নয় এমন উদ্বেগ-জনিত কেসে পিআইপি সুবিধা পুনর্গঠন করলে অতিরিক্ত ৩.৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের রূপরেখা দিয়েছে দলটি। তাদের সার্বিক বক্তব্য—সঠিক জায়গায় ব্যয় কমানো গেলে জনগণের কর বাড়ানোর প্রয়োজন নেই।

রিফর্ম ইউকের এই পাঁচ দফা ব্যয় সাশ্রয় পরিকল্পনা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী সপ্তাহে চ্যান্সেলর রাচেল রিভস আসলে কোন পথে হাঁটবেন, সেটিই এখন নজর কাড়ছে যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইবে’র মতো অনলাইন প্রতিষ্ঠানের জন্য আসছে ‘অপ্রত্যাশিত চমক’

সরকারের ব্যাংকিত খাতে জালিয়াতি দমনের পরিকল্পনা নিয়ে নতুন ঝুঁকি

ব্রিটেনের কার্বন নির্গমনকারী সন্থাগুলোকে কর প্রদানের আহ্বান