9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ধর্ম বিদ্বেষ বৃদ্ধি, হিজাবধারী নারীরা জনসমক্ষে অনিরাপদ বোধ করছেন

যুক্তরাজ্যে ধর্মভিত্তিক হিংসা ও ঘৃণা-অপরাধের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন মুসলিমরা। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশে মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৬.৫%, তবে সব ধর্মভিত্তিক অপরাধের প্রায় ৪০% তাদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে।
শুধু গত এক বছরে ৩,৮০০-এর বেশি মুসলিমবিরোধী ঘটনা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীরা জনসমক্ষে অনিরাপদ বোধ করছেন, যা তাদের দৈনন্দিন জীবন ও চলাচলে প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক বয়ান এবং গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক বার্তা এই সমস্যাকে কাঠামোগত রূপ দিয়েছে। ফলে মুসলিমদের ওপর হিংসা ও বৈষম্য কেবল ব্যক্তিগত নয়, সমাজে একটি বৈচিত্র্যহীন ও অসমতার পরিবেশ গড়ে তুলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সমাজে শিক্ষার মাধ্যমে সহনশীলতা বাড়ানো, নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক আচরণের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহমর্মিতা বাড়ানো রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বৃটিশ রাজপরিবারের কেচ্ছা ফাঁস: বিয়ের আগেই সন্তানধারণের পরীক্ষা কেটের

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি লন্ডনে সংবর্ধিত

নিউজ ডেস্ক

যুক্তরাজ্য ভ্রমণে হোটেল কোয়ারেন্টাইনের ‘লাল তালিকায়’ ৩০ দেশ

অনলাইন ডেস্ক