8.1 C
London
April 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ নিয়ে মেট পুলিশে তোড়জোড়

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ সমাবেশের সময় উগ্র শ্লোগান দেয়া হতে বিরত থাকতে হবে বলে জানিয়েছে লন্ডন মেট পুলিশ। এই কারণে কোন ধরনের ভাষা আইন ভঙ্গ করতে পারে তা স্পষ্ট করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সেন্ট্রাল লন্ডনে শনিবার বিক্ষোভ মিছিল বের হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। মেট পুলিশের একজন মুখপাত্র জানান, বিক্ষোভ মিছিল হতে আপত্তিকর শব্দ ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করে দেয়া হবে। মেট পুলিশ প্রথমবারের মতো কোন ভাষাটি গ্রহণযোগ্য নয় সে সম্পর্কে স্পষ্টতা দেওয়ার চেষ্টা করেছে।

আয়োজকরা বলছেন যে কমপক্ষে দশ লাখ লোক এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতে পারেন।

কনজারভেটিভ সরকারের মন্ত্রীরা বিক্ষোভ মিছিল হতে চরমপন্থী মতামত প্রকাশ করলে লোকদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যার জন্য বিক্ষোভ মিছিল ঘিরে মেট্রোপলিটন পুলিশের আরবি-ভাষী কর্মকর্তাদের অবস্থান দেওয়ার পরিকল্পনা করছে মেট পুলিশ।

সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে, মেটের সহকারী কমিশনার প্ল্যাকার্ডে কী ধরনের শব্দ লিখার অনুমতি আছে তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “নিরীহ মানুষকে হত্যা বা অপহরণের মতো সন্ত্রাসবাদের কাজকে সমর্থন করাকে আমরা সহ্য করব না।”

মেটের সহকারী কমিশনার জানান মেট পুলিশ “জিহাদ” জাতীয় উগ্র শব্দ ব্যবহারে তৎক্ষনাৎ ব্যবস্থা নিবে কারণ প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য যে, হামাস বা অন্য কোনও নিষিদ্ধ সংস্থাকে সমর্থন করা যুক্তরাজ্যের আইনের অধীনে অবৈধ।

এদিকে, ইসলামপন্থী গোষ্ঠী হিজবুত তাহরির মিশরীয় দূতাবাসে পৃথক বিক্ষোভ করার ব্যাপারে পুলিশকে নোটিশ দিয়েছে। হিজবুত তাহরির কয়েক দশক ধরে রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ডেভিড ক্যামেরন দুজনেই এই দলটিকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হিজবুত তাহরিরের লক্ষ্য হল একটি ইসলামিক খিলাফতের পুনঃ-প্রতিষ্ঠা করা।

এম.কে
২৫ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেল মার্কেট গ্রেট ব্রিটিশ মার্কেটস অ্যাওয়ার্ডসে সম্মানিত

অনিয়মিত অভিবাসীদের আশ্রয় দিতে বতসোয়ানায়কেও প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য

ল’ উইথ এন রহমান | 15 February 2021

অনলাইন ডেস্ক