16.4 C
London
August 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

যুক্তরাজ্যের প্লাইমাউথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শহরের কিহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

 

বিবিসি জানায়, ওই এলাকার বিডিক ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী পথচারীদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় পুলিশের গুলিতে সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়।

 

নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। এরই মাঝে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কারো নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

 

ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা  না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে প্লাইমাউথ পুলিশ। নিহত বন্দুকধারীর পরিচয় সম্পর্কেও কিছু জানা যায়নি।

 

এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই- প্রাথমিক তদন্ত শেষে এ কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পূর্ণাঙ্গ।

 

১৩ আগস্ট ২০২১
সূত্র: বিবিসি

আরো পড়ুন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

লকডাউনে প্রপার্টি কেনাবেচা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ