6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাবা-চাচা ও সৎ মা মিলে ১০ বছরের শিশুকে হত্যা

১০ বছর বয়সী মেয়ে সারা শরীফকে হত্যার অভিযোগে বাবা, সৎ মা ও চাচাকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহত সারার বাবা উরফান শরীফ (৪১), তার সৎ মা বেনাশ বাতুল (২৯) ও চাচা ফয়সাল মালিক (২৮)।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, গত ১০ আগস্ট যুক্তরাজ্যের সারে কাউন্টির ওকিং শহরের হ্যামন্ড রোডের বাড়ি থেকে শিশু সারার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে সারার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সারে কাউন্টি পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর প্রত্যেকের নামে শিশু হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

সারে কাউন্টি পুলিশ জানিয়েছে, সারার মরদেহ পাওয়ার আগের দিনই যুক্তরাজ্য ছেড়ে নিজ দেশ পাকিস্তান চলে যান পরিবারের অন্য সদস্যরা। এরপর হত্যায় জড়িত সন্দেহে শিশুটির বাবা উরফান, সৎ মা বেনাশ ও চাচা ফয়সালের জন্য ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক অনুসন্ধান শুরু করে গোয়েন্দা পুলিশ। বুধবার পাকিস্তান থেকে যুক্তরাজ্য ফিরে আসলে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

হত্যায় জড়িত ওই তিনজনকে গ্রেফতারের পর সারার মা বলেন, এটি স্বস্তির খবর। আমি ভাবিনি যে এত দ্রুত অপরাধীদের গ্রেফতার সম্ভব হবে। তবে সন্তানের হত্যার ন্যায়বিচার পাওয়ার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আমাকে।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

কলার বাক্সে ব্রিটেনে এলো ১৮৪ মিলিয়নের কোকেন!

করোনায় তিন নিউইয়র্কপ্রবাসীর মৃত্যু, যুক্তরাষ্ট্রে রেকর্ড আক্রান্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের রিটেইল খাতে বাড়ছে অপরাধ