যুক্তরাজ্য লেবার সরকারের এক সদস্য ও লেবার পার্টির একজন শীর্ষস্থানীয় এমপি সতর্ক করে জানিয়েছেন, যদি আগামী মে মাসে ওয়েলস, স্কটল্যান্ড ও লন্ডনের নির্বাচনে লেবার পার্টি খারাপ ফল করে, তবে স্যার কেয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব শেষ হয়ে যেতে পারে। দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান হতাশা ও নেতৃত্ব নিয়ে সংশয় সামনে এসেছে।
স্কাই নিউজের ডেপুটি পলিটিক্যাল এডিটর স্যাম কোয়েটস জানিয়েছেন, তার দুই গুরুত্বপূর্ণ সূত্র সরাসরি বলেছেন—”স্টারমারকে সতর্ক করে দেওয়া হয়েছে”। তাদের মতে, দলের ভেতরে হতাশা এতটাই গভীর যে সরকারের ভেতরের মন্ত্রীরাও মনে করছেন, তিনি কয়েক মাসের মধ্যেই পদচ্যুত হতে পারেন।
লেবার পার্টির ওপর চাপ বাড়াচ্ছে রিফর্ম ইউকের জনপ্রিয়তা বৃদ্ধিও। বিশেষ করে ওয়েলসে রিফর্ম ইউকেকে ঘিরে জনসমর্থন উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। একইসঙ্গে লন্ডনে গ্রিন পার্টির মতো বাম দলগুলোর উত্থানও লেবারের ভোট ব্যাংকে আঘাত হানছে।
এই রাজনৈতিক চাপের মধ্যেই অর্থমন্ত্রী র্যাচেল রিভসকে নিয়ে আলোচনা আরও জোরদার হয় যখন তাকে সংসদে আবেগপ্রবণ ও কাঁদতে দেখা যায়। যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয় এবং রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি বিতর্কিত কল্যাণ বিল পাস করাতে গিয়ে লেবার পার্টিকে অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে পড়তে হয়। বিলের একাধিক ইউ-টার্নের ফলে অর্থনীতিতে প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘটনায় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়, পাউন্ডের দাম পড়ে যায় এবং সরকারি বন্ডের দরও হ্রাস পায়।
প্রধানমন্ত্রী স্টারমার জানান, রিভস তার প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ এবং তিনি “অনেকদিন পর্যন্ত চ্যান্সেলর পদে থাকবেন”। স্টারমার বলেন, “আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে চিন্তা করি। অতীতে এমন অনেক প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন যাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু আমাদের মধ্যে তা নেই।”
স্বাস্থ্যসচিব ওয়েস স্ট্রিটিংও স্টারমার ও রিভসের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেন, কেয়ার স্টারমারকে “নিয়মিত অবমূল্যায়ন করা হয়” এবং তিনি পুরোপুরি নিরাপদ। র্যাচেল রিভসকে তিনি “সহনশীল, দৃঢ়চেতা এবং সরকারে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য উপযুক্ত” বলে অভিহিত করেন।
বর্তমান পরিস্থিতি স্পষ্ট করছে, মে নির্বাচনে যদি লেবার বড় ধাক্কা খায়, তবে নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ চাপ আরও বাড়বে—যা স্যার কেয়ার স্টারমারের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
০৪ জুলাই ২০২৫