10 C
London
November 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শুক্রবারে রেল ভ্রমণ ও আন্ডারগ্রাউন্ডে দুই পাউন্ড করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে

যুক্তরাজ্যে শুক্রবারে টিউব ও রেল ভ্রমণ মে মাসের শেষ সপ্তাহ হতে দুই পাউন্ড করতে বাড়তে যাচ্ছে বলে সংবাদে জানা যায়। এতোদিন রেলে ভ্রমণ বাড়ানোর জন্য শুক্রবারে ছাড় দিয়ে রাখা হয়েছিল। সম্ভাব্য তারিখ হিসাবে ৩১ মে হতে এই ভাড়া মাথাপিছু দুই পাউন্ড বৃদ্ধি পাবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এতোদিন লন্ডনে শুক্রবার রেল ভাড়া সারাদিন অফ-পিক হিসাবে বিবেচনায় নেয়া হতো। যার অর্থ জোন ছয় থেকে জোন ১ পর্যন্ত ৫.৬০ পাউন্ডের পরিবর্তে ৩.৬০ পাউন্ড চার্য করা হতো। এই ডিসকাউন্ট তুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে টিএফএল ও রেল কর্তৃপক্ষ।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ভ্রমণের জন্য যারা যুক্তরাজ্যে আসেন তাদের রেল ভ্রমণের প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য এই ছাড় দেয়া হয়েছিল। তাছাড়া স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যেও এই ছাড় অব্যাহত ছিল। যার কারণে আর্থিক ক্ষতি যাতে প্রভাবিত না করে তাই ২৪ মিলিয়ন পাউন্ডের বাজেট রাখা হয়েছিল বলে জানান তিনি।

উল্লেখ্য যে, রেল ভ্রমণে যারা কাগজের টিকেট ব্যবহার করতেন তাদের জন্য ছাড়ের ব্যবস্থা ছিল না। শুধু মাত্র ওয়েস্টার কার্ড, কন্ট্রাক্ট লেস কার্ডের জন্য সুবিধাটি চালু ছিল।

সূত্রঃ মাই লন্ডন নিউজ

এম.কে
২৫ মে ২০২৪

আরো পড়ুন

স্কটল্যান্ডের বাস সার্ভিসে এসেছে ব্যপক পরিবর্তন

আগামীকাল(৮ জানুয়ারী) যুক্তরাজ্যে তুষারপাতের সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর

মেটপুলিশের সমস্যাগুলো অল্প কিছু সদস্যের কারণে ঘটছে না: ভারপ্রাপ্ত প্রধান

অনলাইন ডেস্ক