6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সরকার,ইউনিয়ন মুখোমুখি

জাতিসংঘের লেবার স্ট্যান্ডার্ড সংস্থা যুক্তরাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে বলে, বিতর্কিত নতুন স্ট্রাইক আইনগুলিতে পরিবর্তন আনতে হবে। কারণ তা ব্রিটিশ শ্রমিকদের মৌলিক অধিকারের জন্য হুমকিস্বরূপ।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে যুক্তরাজ্যকে “বিদ্যমান এবং সম্ভাব্য আইন” তৈরি করতে আন্তর্জাতিক বিধিমালার সাথে মিল রাখা উচিত। তাছাড়া শ্রমিক ইউনিয়নের ভোট প্রয়োগে পোস্টাল ভোটের সাথে সাথে ইলেক্ট্রনিক ব্যবস্থা নিয়েও ভাবা উচিত।

আইএলও আরও জানায়, ইউনিয়নের সাথে সরকারের পরামর্শ সবসময় গুরুত্বপূর্ণ। সরকারের উচিত “শ্রমিকদের স্বায়ত্তশাসন এবং কার্যকারিতা” ইউনিয়নের মাধ্যমে যাতে নিশ্চিত হয় এর ব্যবস্থা করা।

ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) আইএলওর সিদ্ধান্তগুলি বর্ণনা করে ইউকে বর্তমান কনজারভেটিভ সরকারকে তিরস্কার করেছে ।

ইউকে -র প্রধান ইউনিয়ন সংস্থা টিইউসি গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয় সরকারের মন্ত্রীরা ধর্মঘটের অধিকার হরণের জন্য যে চিন্তা করছে তা সরকারের জন্য হীতে বিপরীত হবে।

আইএলও হস্তক্ষেপ ব্রিটেনে আগেও পরিলক্ষিত হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বর্তমান সরকারের সময় ২০২২ সালের ২১ শে জুন রেল কর্মীদের ধর্মঘটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামে। পরবর্তীতে বেসরকারী ও সরকারী খাত জুড়ে বিভিন্ন শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে রয়্যাল মেল কর্মচারী, জুনিয়র ডাক্তার, শিক্ষক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ ছিলেন।

টিইউসি-র সাধারণ সম্পাদক পল নউক বলেছেন,
“ রক্ষণশীল সরকারের সময়ে ইউনিয়ন বিরোধী কথাবার্তা আসলেই অত্যন্ত বিব্রতকর। ধর্মঘটের অধিকার একটি মৌলিক স্বাধীনতা। তবে কনজারভেটিভরা ড্রাকোনিয়ান স্ট্রাইকস বিলের মাধ্যমে এই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে যাচ্ছে যা সহ্য করা হবে না।”

উল্লেখ্য যে, সরকারের সর্বশেষ ধর্মঘট আইন অর্থাৎ স্ট্রাইকস বিল সংসদে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাক্তন মন্ত্রী গ্রান্ট শ্যাপসের নেতৃত্বে এই বিলে স্বাস্থ্যসেবা, আগুন ও উদ্ধার পরিষেবা, শিক্ষা, পরিবহন, পারমাণবিক ডিকোমিশনিং এবং সীমান্ত সুরক্ষা সহ বেশ কয়েকটি খাতে কর্মক্ষেত্রে উপস্থিতি বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ, সেনাবাহিনী এবং কারাগারের অফিসারদের ধর্মঘট করার অনুমতি নেই।

সরকারী একজন মুখপাত্র বলেছেন, “ একটি ইউনিয়নে যোগদানের অধিকার এবং সংগঠিত করার অধিকার আইনে সুরক্ষিত। তবে ব্রিটিশ জনগণও আশা করে বিভিন্ন সার্ভিস পেতে ধর্মঘটের কারণে তারা যেন বঞ্চিত না হয়। জনগণের ট্যাক্সের টাকাতেই সবার বেতন,ভাতার ব্যবস্থা হয় এটাও সকলের ভাবা উচিত।

এম.কে
১৯ জুন ২০২৩

আরো পড়ুন

চীনের আঙ্গুল তাক যুক্তরাজ্যের দিকে, সম্পর্ক অবনতির সম্ভাবনা

যুক্তরাজ্য নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জল্পনাকল্পনা

বৃটিশ এমপিরা স্টিং অপারেশনের ফাঁদে