16.6 C
London
September 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে সেপ্টেম্বরের পর থেকে করোনায় সবচেয়ে কম মৃত্যু

প্রতিদিনের করোনায় মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে যুক্তরাজ্যে। সোমবার (৫ এপ্রিল) যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে । গত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে এটিই সবচেয়ে কম করোনায় মৃত্যুর ঘটনা।

 

যুক্তরাজ্যে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৬ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩৫০০ জনের বেশি মানুষ।

 

বরিস জনসন আগামীকাল (৬ এপ্রিল) নতুন লকডাউন সহজকরণের পদক্ষেপ ঘোষণা দিবেন। সেখানে কম গুরুত্বপূর্ণ দোকানগুলো আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া ১২ এপ্রিল থেকে রেস্তোরাঁগুলোও খুলে ফেলার নির্দেশনা দেওয়া হতে পারে।

 

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনা পরীক্ষার জন্য নতুন ধরনের কিট ব্যবহার করা হচ্ছে যুক্তরাজ্যে। আগামী শুক্রবার (৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হবে। ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার ফল জানা সম্ভব হবে এর মাধ্যমে এবং এটি করোনা পরীক্ষার স্থানে পাওয়া যাবে বিনা মূল্যে।

 

স্কুলশিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের এবং যাদের পেশার তাগিদে বাড়ি থেকে বের হতেই হবে, তাদের এই করোনা পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

 

সূত্র: স্কাই নিউজ
৫ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যের ৫৩ বছরে মার্চের উষ্ণতম দিন

নিউজ ডেস্ক

প্রতিজন যাত্রীর পেছনে £১৮০ খরচঃ ক্যামব্রিজশায়ারে লোকসানী বাস রুট তদন্তে কর্তৃপক্ষ

এনএইচএস বাজেট কাট জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে- স্বাস্থ্য নেতার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক