TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১২ বছরের শিশু টিকটক চ্যালেঞ্জে প্রাণ হারাল

যুক্তরাজ্যের টেমসাইডের ১২ বছর বয়সী ওলিভার গরম্যান তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি। ঘটনার তদন্তে জানা যায়, ওলিভারের মৃত্যুর কারণ ছিল বাটেন গ্যাসের শ্বাস নেওয়া, যা সাধারণ এয়ারোসোল ডিওডোরেন্টে ব্যবহৃত হয়।

দক্ষিণ ম্যানচেস্টার করোনারের কোর্টে শুনানিতে জানানো হয়, ওলিভার একটি সামাজিক মাধ্যমের বিপজ্জনক চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন, যা টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ম্যানচেস্টার কোর্টের করোনার এই ধরনের চ্যালেঞ্জ তরুণদের জন্য “সহজলভ্য এবং প্রভাবশালী” বলে উল্লেখ করেন।

ওলিভারের মা ক্লেয়ার জিলেসপি তার ছেলেকে “পরিবারপ্রেমিক” হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ওলিভার কখনও কখনও মুডি হতেন, তবে প্রাণীপ্রেম এবং শান্ত স্বভাব ছিল তার মধ্যে। তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুলে যাত্রা ওলিভারের জন্য মানসিক চাপ তৈরি করেছিল।

শুনানিতে জানানো হয়েছে, পরিবার ব্যাংক হলিডে শেষে সোমবার বাড়ি ফিরে, ক্লান্তি অনুভব করে ওলিভার তার ঘরে চলে যান। মা তাকে ডেকে উত্তর না পেয়ে ঘরে গেলে তাকে অচেতন অবস্থায় পান। ওই সময় ওলিভারের বিছানায় খালি লিনক্স ডিওডোরেন্টের বোতল পাওয়া যায়।

ডিটেকটিভ ইনস্পেক্টর ইয়ান পার্কার জানিয়েছেন, ওলিভারের ইলেকট্রনিক ডিভাইসগুলো পাওয়া যায়নি।

ডেন্টন কমিউনিটি অ্যাকাডেমির প্রধান বলেন, টিকটকে তরুণ ও অপ্রাপ্তবয়স্করা বিভিন্ন চ্যালেঞ্জ দেখে এগুলো অনুসরণ করে, যা শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করে। শুনানিতে আরও জানা যায়, অনেকেই এয়ারোসোলের গ্যাসে শ্বাস নিয়ে থাকেন খেলার ছলে যা প্রাণঘাতী হতে পারে।

করোনার উল্লেখ করেন, ওলিভারের মৃত্যু আত্মহত্যার কারণে নয়, এটি একটি দুর্ঘটনা। তিনি সতর্ক করেছেন যে এয়ারোসোল স্প্রে কেনার জন্য বয়সসীমা কঠোর করা উচিত এবং টিকটক চ্যালেঞ্জের ঝুঁকি শিশুদের জন্য উদ্বেগজনক।

ওলিভারের মৃত্যুর পরে তার পরিবার এবং বন্ধুদের উদ্যোগে ‘Oliver’s Awareness’ প্রতিষ্ঠিত হয়েছে, যা মূলত বুলিং এবং সাইবারবুলিং বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে বলে জানা যায়।

সূত্রঃ ওয়েলস নিউজ

এম.কে

আরো পড়ুন

অবকাঠামো খাতে ৬৫,০০০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পণা ব্রিটিশ সরকারের

ধর্ষণ বিষয়ে তামাশা, বর্ণবাদসহ বহু নোংরামির দায়ে জর্জরিত স্কটল্যান্ড ইয়ার্ড

গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত