4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১ মাইল দীর্ঘ পিঁপড়ার ঝাঁক

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে একটি আবহাওয়া রাডারে উড়ন্ত পিঁপড়ার এক মাইল লম্বা ঝাঁক ধরা পড়েছে।

শুক্রবার যুক্তরাজ্যের আবহাওয়া পরিষেবা প্রতিষ্ঠান মেট অফিস পিঁপড়ার এই ঝাঁক শনাক্ত করে। দিনটিকে ‘উড়ন্ত পিপড়া দিবস’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

মেট অফিসের কর্মকর্তা সাইমন পাটট্রিজ বলেন, যুক্তরাজ্যের দক্ষিণ অংশে বছরের এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত একবার ডানাযুক্ত পোকা বৃষ্টির রাডারে ধারা পড়ে। তখন তাদের সাধাণরত কয়েক মাইলজুড়ে উড়তে দেখা যায়। বৃষ্টি থাকলে তাদের উড়তে দেখা যায় না।

ভেজা আবহাওয়ার কারণে শনিবার কোনো ঝাঁক ধরা পড়েনি বলে জানান তিনি। পুরুষ এবং নতুন রানি পিঁপড়ারা মিলিত হতে যখন বাসা ছেড়ে চলে যায় তখন তাদের এ ঝাঁক দেখা যায়। রয়্যাল সোসাইটি অব বায়োলজি অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৯৬ শতাংশ দিনে পিঁপড়ার ঝাঁক দেখা যায়।

এম.কে
১০ জুলাই ২০২৩

আরো পড়ুন

মদ খেয়ে ব্রিটিশ যাত্রীদের প্লেনের মধ্যে যৌনকর্ম

বার্লিনে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১

লন্ডনে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তিব্বতিয়ানদের বিক্ষোভ