যুক্তরাজ্যে ৯ বছর বয়সী কন্যাশিশু আরিয়া থর্প হত্যাকাণ্ডের ঘটনায় চলমান মৃত্যুতদন্ত (ইনকোয়েস্ট) প্রক্রিয়ায় অভিযুক্ত এক কিশোরকে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এ সিদ্ধান্তের মাধ্যমে মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ধাপ অগ্রসর হলো।
গত ১৫ ডিসেম্বর সোমারসেটের Weston-super-Mare এলাকায় নিজ বাসা থেকে পুলিশ ও প্যারামেডিকরা পৌঁছানোর পরপরই আরিয়া থর্পকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তৎক্ষণাৎ ফৌজদারি তদন্ত শুরু হয়।
বৃহস্পতিবার সকালে Avon Coroner’s Court-এ অনুষ্ঠিত ইনকোয়েস্টের প্রাথমিক শুনানিতে করোনারের কর্মকর্তা অ্যান্ড্রু ইস্টউড জানান, আরিয়া থর্পের মৃত্যু হয়েছে বুকে একটি ছুরিকাঘাতের আঘাতে। এই তথ্য মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আদালতে নিশ্চিত করে।
অ্যাভনের এরিয়া করোনার ড. পিটার হারোইং নির্দেশ দিয়েছেন, ঘটনার সম্পূর্ণ পোস্টমর্টেম প্রতিবেদন আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে জমা দিতে হবে। প্রতিবেদনে মৃত্যুর পরিস্থিতি ও চিকিৎসাবিজ্ঞানের সব প্রাসঙ্গিক দিক অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়।
শুনানিতে আরও জানানো হয়, এই হত্যাকাণ্ডের অভিযোগে যে কিশোরের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, তাকে ইনকোয়েস্টে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিচারিক স্বার্থে অভিযুক্তের পরিচয় সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের বিচারিক কার্যক্রম এখনো চলমান রয়েছে। পরবর্তী শুনানি ও তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার অগ্রগতি সম্পর্কে আরও সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

