19.1 C
London
August 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে NHS হাসপাতালে এআই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু, রোগী সেবায় গতি আসছে

যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) হাসপাতালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। লন্ডনের চেলসি ও ওয়েস্টমিনস্টার NHS ট্রাস্ট এ উদ্যোগ নিয়েছে, যা স্বাস্থ্যসেবায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এই প্রযুক্তি ব্যবহার করে রোগীর চিকিৎসা-সংক্রান্ত নথি পূরণ করা হচ্ছে, যা চিকিৎসকদের মূল্যবান সময় সাশ্রয় করছে। এআই সরঞ্জামটি মেডিকেল রেকর্ড থেকে রোগ নির্ণয়, পরীক্ষার ফলাফল ও অন্যান্য তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ নথি প্রস্তুত করে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক সেটি পর্যালোচনা করে রোগীর করণীয় নির্ধারণ করেন।

ফলস্বরূপ, রোগীরা দ্রুত সময়ে চিকিৎসা পেয়ে বাসায় ফেরার সুযোগ পাচ্ছেন। এতে হাসপাতালের বেড খালি হওয়ার হারও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে চলা অপেক্ষমাণ রোগীদের তালিকা কমাতে সহায়ক হবে।

স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, এআই প্রযুক্তি ডাক্তারদের প্রশাসনিক কাজের চাপ কমিয়ে রোগীদের যত্নে আরও বেশি সময় ব্যয় করতে সহায়তা করবে। তিনি বলেন, “এই প্রযুক্তি আমাদের NHS-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি শুধু চিকিৎসকদের সময় সাশ্রয় করবে না, রোগীরাও এর সুফল পাবেন।”

লেবার সরকারের ঘোষিত NHS ডিজিটালাইজেশন পরিকল্পনার অংশ হিসেবেই এআই প্রযুক্তি চালু হয়েছে। আগামী ১০ বছরে পুরো NHS-কে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে লেবার সরকারের কড়াকড়িঃ অবৈধ শ্রমিক ধরতে অভিযান বাড়ছে

যুক্তরাজ্যে সিরীয় আশ্রয় আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ আবার শুরু, সাতটি নতুন সরকারি প্রতিবেদন প্রকাশ

অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন প্রচারে নিষেদ্ধা দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক