20.9 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য ভ্রমণের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

করোনা ভাইরাসের বিস্তার সীমিত করার প্রচেষ্টায় যুক্তরাজ্য ভ্রমণকারীদের এখন ভ্রমণের আগে একটি কোভিড পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

 

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৪টা থেকে এই আইন কার্যকর হবে।

 

ভ্রমণকারীদের প্রবেশের জন্য একটি নেগেটিভ পিসিআর পরীক্ষার প্রমাণ জমা দিতে হবে।

 

বর্তমান আইনে ভ্রমণকারীদের শুধুমাত্র কোয়ারেন্টাইনে থাকতে হবে যতক্ষণ না তারা পৌঁছানোর দুই দিনের মধ্যে নেগেটিভ রেজাল্ট আসে।

 

আরও জানা যায়, সোমবার (৬ ডিসেম্বর) থেকে নাইজেরিয়াকে লাল তালিকায় যুক্ত করা হবে। সেদেশ থেকে আগত ব্যক্তিদের অবশ্যই ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব।

 

সপ্তাহের ব্যবধানে ক্রমবর্ধমান নীতি কঠোর করার জন্য সরকার চাপের মুখে পড়ায় এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানায় বিবিসি।

 

৪ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

দক্ষিণ ইংল্যান্ডে ৩৫ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কা, হাসপাতাল ও পরিবহন সেবায় প্রভাবের সতর্কতা

৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

যুক্তরাজ্যে পেনশনভোগীদের জন্য সেপ্টেম্বরেই £৭,৭০০ মূল্যের ১০ ফ্রি সুবিধা ও ছাড়