24.1 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য মৎস খাতে দেখা দিয়েছে শ্রমিক সংকট

যুক্তরাজ্যে মৎস খাতে শ্রমিকের ঘাটতি প্রকট আকার ধারন করেছে এবং ব্রেক্সিট-পরবর্তী রফতানি বিধিমালার সাথে লড়াই করে বর্তমানে টিকে আছে।

অতি প্রয়োজনীয় মৎস খাতটিতে শ্রমিকের ঘাটতির কারণে কনজারভেটিভ সরকার নতুন বিদেশী কর্মীদের যুক্তরাজ্যের ফিশিং শিল্পে যোগদানের অনুমতি দিতে সম্মত হয়েছেন বলে খবরে জানা যায়। মৎসখাতের প্রায় অর্ধেক বিদেশী শ্রমিক দ্বারা পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন হতে। তাই এই খাতকে শর্ট অকুপেশনে যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

 

 

ইতিমধ্যে হসপিটালিটি খাতকে শর্ট অকুপেশন লিস্টে অন্তর্ভুক্ত করার কথা সরকারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। একইভাবে নির্মাণ শিল্পেও শ্রমিকের ঘটতি রয়েছে বলে জানা যায়।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মানুষ ইউকে ফিশিং সেক্টরে জড়িত ছিল। কিন্তু ব্রেক্সিট হওয়ার পর সেই ইউরোপীয় শ্রমিকেরা তাদের দেশে ফেরত চলে গেলে শ্রমিক ঘাটতি প্রকট আকার ধারন করে।

উল্লেখ্য যে, ২০২১ সালে কনজারভেটিভ সরকার এই শিল্পকে সমর্থন করার জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের ফান্ড ঘোষণা করেছিল। সরকার মৎস খাতকে শ্রমিক সংকট হতে বাঁচাতে সকল ধরনের তৎপরতা চালাবে বলে সরকারের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

যুক্তরাজ্যের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জালিয়াতির খবরে তোলপাড়

অনিয়মিত অভিবাসন মোকাবিলায় পশ্চিম বলকান সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য

হেঁটে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন ব্রিটিশ হজযাত্রী (ভিডিও)

অনলাইন ডেস্ক