TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য সরকারের বিব্রতকর ভুলঃ অবৈধ অভিবাসী যৌন অপরাধীর নতুন অপরাধ স্বীকার

ভুলবশত কারাগার থেকে মুক্তি পাওয়ার ঘটনায় যুক্তরাজ্যজুড়ে আলোচনার জন্ম দেওয়া এক দণ্ডিত যৌন অপরাধী ফের আদালতে হাজির হয়ে চুরি ও ছুরি বহনের অভিযোগে দোষ স্বীকার করেছেন। অভিযুক্ত ব্রাহিম কাদ্দুর-শেরিফ (২৪) একজন আলজেরীয় নাগরিক, যিনি ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করে আসছিলেন।

২০২৪ সালে লন্ডনের একটি পার্কে প্রকাশ্যে অশালীন আচরণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর কাদ্দুর-শেরিফ যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত হন। ওই মামলায় তাকে ১৮ মাসের কমিউনিটি শাস্তি দেওয়া হয় এবং পাঁচ বছরের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হয়।

মঙ্গলবার তিনি পূর্ব লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে হাজির হয়ে ওয়ালথামস্টোর ওরফোর্ড রোডে একটি গ্যারেজে ঢুকে সাইকেল চুরির ঘটনায় দোষ স্বীকার করেন। আদালতে জানানো হয়, চুরির ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৬ জানুয়ারি।

এর আগে শুক্রবার, দক্ষিণ-পশ্চিম লন্ডনের আর্লসউড এলাকার বার্ন্টউড রোডে ছুরি বহনের অভিযোগে কিংস্টন ক্রাউন কোর্টে ভিডিও সংযোগের মাধ্যমে হাজির হয়ে ওই অপরাধেও দোষ স্বীকার করেন। ছুরি বহনের ঘটনাটি ঘটে ২০২৩ সালের ১৩ নভেম্বর।

বিচারক সাইমন হেপ্টনস্টল তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জানান, চুরি ও ছুরি বহনের উভয় মামলার সাজা আগামী ২৭ জানুয়ারি একসঙ্গে ঘোষণা করা হবে। একই সঙ্গে, জামিনে থাকা অবস্থায় ২ সেপ্টেম্বর আদালতের শুনানিতে অনুপস্থিত থাকার অভিযোগেও তার সাজা নির্ধারণ করা হবে।

এর আগে কাদ্দুর-শেরিফ চুরি ও ছুরি বহনের অভিযোগ অস্বীকার করেছিলেন। গত বছর তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ২৯ অক্টোবর তাকে ভুলক্রমে এইচএমপি ওয়ান্ডসওর্থ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এই ভুলটি ধরা পড়ে ৪ নভেম্বর, যখন আদালত একটি শুনানির জন্য ভিডিও সংযোগ স্থাপনের উদ্দেশ্যে কারাগারে যোগাযোগ করে জানতে পারে যে অভিযুক্ত ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। এরপর দেশজুড়ে সমালোচনা শুরু হয় এবং তাকে ধরতে অভিযান চালানো হয়।

কাদ্দুর-শেরিফের এই ভুল মুক্তির ঘটনা সরকারের জন্য বিব্রতকর হয়ে ওঠে, বিশেষ করে এর কিছুদিন আগেই হাদুশ কেবাতু নামে আরেক অভিবাসীকে ভুলভাবে মুক্তি দেওয়া হয়েছিল, যিনি এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কারাদণ্ড ভোগ করছিলেন।

সরকারি তথ্যে দেখা যায়, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে ভুলবশত ২৬২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যা আগের ১২ মাসের তুলনায় ১২৮ শতাংশ বেশি। আগের বছরে এই সংখ্যা ছিল ১১৫ জন।
অভিযুক্তকে গত বছরের জুনে দেশ থেকে বহিষ্কারের উদ্যোগের অংশ হিসেবে একটি অভিবাসন আটক কেন্দ্রে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই তাকে অভিবাসন জামিনে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি আবার কারাগারে রয়েছেন এবং একাধিক মামলার সাজা ঘোষণার অপেক্ষায় আছেন বলে জানা যায়।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় চাকরি করতে চাইলে যা জানা জরুরি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ভাড়াটিয়াদের সমস্যা সমাধানে কাউন্সিলের নতুন ‘টেন্যান্টস চার্টার’

নিউজ ডেস্ক

ইংল্যান্ডের অপেরা মঞ্চে রাজনৈতিক বার্তাঃ ফিলিস্তিনের পতাকা ঘিরে উত্তেজনা