15.3 C
London
October 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করবেন ট্রাম্প

বিদেশে নির্মিত সমস্ত চলচ্চিত্রের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, ‘আমাদের সিনেমা তৈরির ব্যবসা যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশ চুরি করেছে, ঠিক যেমন একটি শিশুর কাছ থেকে মিষ্টি চুরি করা হয়।’

রয়টার্স জানিয়েছে, বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০% শুল্ক আরোপের জন্য ট্রাম্প কোন আইনি কর্তৃত্ব ব্যবহার করবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। শুল্ক কীভাবে বাস্তবায়ন করা হবে, সে সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এ বিষয়ে শীর্ষ মার্কিন স্টুডিও ওয়ার্নার ব্রোস ডিসকভারি, প্যারামাউন্ট স্কাইড্যান্স, নেটফ্লিক্স, কমকাস্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

পিপি ফোরসাইট বিশ্লেষক পাওলো পেসকাটোর বলেছেন, ‘অনেক অনিশ্চয়তা রয়েছে। এই সর্বশেষ পদক্ষেপ উত্তরের চেয়ে বেশি প্রশ্ন উত্থাপন করছে। আপাতত পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে- খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এটি অনিবার্যভাবে ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হবে।’

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ইসরায়েল থামলে আমরাও থামবোঃ ইরান

মালদ্বীপ থেকে সৈন্য সরাবে না ভারত!

সহিংসতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি কূটনীতিকরা