6.5 C
London
December 24, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিমদের জয়জকার

মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন।

 

এই তথ্য জানিয়েছে সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রির্সোস সেন্টার।

 

এবার বেশির ভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে ২০ জন পুনঃনির্বাচিত এবং ১৭ জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন।

 

প্রথম বারের মতো একজন ফিলিস্তিনি নারী যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজ্যের সাধারণ পরিষদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস তৈরি করেন ২৯ বছর বয়সী রুওয়া রুম্মান। একজন অভিবাসী, ফিলিস্তিনি শরণার্থীর পরিবারের সদস্য হওয়ার পাশাপাশি একজন মুসলিম নারী হিজাব পরে নির্বাচন শুরু করা মোটেও সহজ ছিল না। এ যাত্রায় তাকে নানা ধরনের বৈষম্য ও বিধি-নিষেধের মুখোমুখী হতে হয়েছে।

 

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত কেইথ এলিসন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল হিসেবে তার বর্তমান আসনটি ধরে রেখেছেন।

 

রাজ্য পর্যায়ে ২৯ জন মুসলিম প্রার্থীর অনেকেই প্রথম মুসলিম হিসেবে রাজ্যের আইনসভায় নির্বাচিত হয়েছেন। অনেকে তাদের আসন ধরে রেখেছেন। এদের মধ্যে রয়েছেন ডেলওয়ার রাজ্যের রিপ্রেজেনটেটিভ মাদিনাহ উইলসন-অ্যান্টন, কলোরাডো রাজ্যে রিপ্রেজেনটেটিভ ইমান যদেহ, কলোরাডো রাজ্য সিনেটর সৌদ আনোয়ার। জর্জিয়ায় এত দিন সিনেটর শেখ রহমান ছিলেন একমাত্র স্টেট সিনেটর। এবার এখান থেকে তার সাথে যোগ দিয়েছেন আরো দুই নারী।

 

২০২০ সালে ৭১ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তা হয়েছে ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি।

 

১৬ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বেনিফিট আবেদন নিয়েও কড়া হতে যাচ্ছে সরকার

স্বেচ্ছা আইসোলেশনে ইউরোপিয়ান নেতারা

বাংলাদেশি নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক