6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকাশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) মন্টেরি পার্ক শহরে ওই হামলার ঘটনা ঘটে। মন্টেরি পার্কে অধিকাংশ অধিবাসীই এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান। হামলাকারীকে এখনও আটক করতে পারেনি পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী হামলার পরপরই পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসব চলছিল মন্টেরি পার্ক শহরে। উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এক বন্দুকধারী অতর্কিত গুলি করতে থাকে। এসময় সেখানকার একটি বলরুম ড্যান্স স্টুডিওতে হামলাকারীর গুলিতে ১০ জন নিহত হন, আহত হন আরও অন্তত ১০ জন। এদের কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, তারা একজন পুরুষ সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছেন। কিন্তু আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঘটনাস্থলে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা পৌঁছান।

উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে।

 

সূত্র: বিবিসি, সিএনএন

আরো পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে বিশ্বকাপ

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, দেশজুড়ে কঠোর লকডাউন

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনকঃ আর্চ বিশপ