12.8 C
London
October 17, 2025
TV3 BANGLA
Uncategorized

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদন শুরু

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে শিক্ষার্থীদের ভিসার আবেদন নিচ্ছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ভিসার আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য রোববার (১৫ নভেম্বর) থেকে সময় দেয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৫ নভেম্বর) থেকে এফ (শিক্ষা ও ভাষা সংক্রান্ত), এম (বৃত্তিমূলক) ও জে (দর্শনার্থী বিনিময়) ক্যাটাগরিতে ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেয়া শুরু করবে দূতাবাস।

করোনার কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

১৫ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

ACCOUNTANCY WITH MAHBUB & CO

টিউব স্ট্রাইক: ১০ নভেম্বর ভয়াবহ পরিবহন সংকটের মুখোমুখি হতে যাচ্ছে লন্ডন

No Human is Illegal ll 22 July 2020