TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ১৮০ শতাংশ মুসলিম বিদ্বেষ বেড়েছে

গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে মুসলিম বিদ্বেষ বাড়ছে। চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন মাসে প্রায় ১৮০ শতাংশ মুসলিম বিদ্বেষী হামলা বৃদ্ধি পেয়েছে। সোমবার দি কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য ১৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, গত তিন মাসে ৩ হাজার ৫৭৮টি অভিযোগ এসেছে। এগুলোকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায়। এর ১৯ শতাংশ ছিল কর্মসংস্থানে বৈষম্যের ঘটনা। ১৩ শতাংশ ছিল শিক্ষার ক্ষেত্রে বৈষম্য। অপর ১৩ শতাংশ ছিল ঘৃণমূলক অপরাধের ঘটনা।

কেয়ার রিসার্চ এবং অ্যাডভোকেসি ডিরেক্টর কোরি সায়লর বলেছেন, ‘অব্যাহত ঘৃণা এবং মিথ্যা প্রচারণার মুখে আমেরিকান মুসলিম, ইহুদি, খ্রিস্টান, আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকানসহ এবং অন্যান্যদের একটি বিস্তৃত জোট ফিলিস্তিনের জন্য ন্যায়বিচারের আহ্বান অব্যাহত রেখেছে।

তারা বিশ্বাস করে, এসব ঘৃণা ও বৈষম্য বন্ধ করার উপায় হলো প্যালেস্টাইনে বর্ণবাদ, দখলদারিত্ব ও গণহত্যার অবসান ঘটানো।’

সূত্রঃ মিডল ইস্ট আই

এম.কে
০২ ফেব্রুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে সামরিক শক্তি ব্যবহার করবোঃ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রন ডিস্যান্টিস

নিউজ ডেস্ক

বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের কারণ কী?