3.4 C
London
January 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের বার্লিংটনে তিন ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। রামাল্লা ফ্রেন্ডস স্কুল এ কথা জানিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি আরো জানায়, গাজার পশ্চিম তীর ছেড়ে ওই তিন গ্র্যাজুয়েট শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিল।

আহতরা হলেন ব্রাউন ইউনিভার্সিটির হিশাম আওয়ারতানি, হ্যাভারফোর্ড ইউনিভার্সিটির কিনান আবদেল হামিদ এবং ট্রিনিটি কলেজের তাহসিন আহমেদ।

আওয়ারতানি পিঠে এবং তাহসিন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আবদেল হামিদ সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে আহতদের পরিবারের সদস্যরা বলছে, এটি একটি ঘৃণামূলক অপরাধ। হিশাম আওয়ারতানির চাচাতো ভাই বাসিল আওয়ারতানি বলেছেন, ‘বার্লিংটনে হিশাম তার বন্ধুদের সঙ্গে কেবল কুফিয়া পরা এবং আরবি বলার জন্য হাঁটার সময় তাকে পিঠে গুলি করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মার্কিন পন্ডিত এবং রাজনীতিবিদদের বিপজ্জনক পূর্বনির্ধারিত বক্তব্যের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন তাদেরকে নিজেদের জীবনও দিতে হতে পারে।

তবে পুলিশ এখনে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : আল-জাজিরা

এম.কে
২৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিস জনসন

অনলাইন ডেস্ক

বাংলাদেশি রসনার সুঘ্রাণ ছড়ালো লন্ডনের জাঁকজমকপূর্ণ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে

অনলাইন ডেস্ক

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মৃত্যু নিয়ে দোষারোপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী