10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

যুদ্ধবিরতির আহ্বান জানাতে হোয়াইট হাউসের বাইরে যুক্তরাষ্ট্রের ইহুদিরা

ইসরাইল-হামাসের যুদ্ধবিরতির আহ্বান জানাতে হোয়াইট হাউসের বাইরে হানুক্কা মোমবাতি জ্বালিয়েছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা।

যুক্তরাষ্ট্রের ইহুদি প্রগতিশীলদের সংগঠন ‘ইফনটনাউ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে হানুক্কা অনুষ্ঠানে শত শত লোক অংশ নিয়েছিল।

পোস্টে আরো লিখেছে, ‘বাইডেন ও যুক্তরাষ্ট্রের ইহুদি নেতাদের স্থায়ী যুদ্ধবিরতির সমর্থনের জন্য আমরা এখানে আছি। গাজায় আমাদের নামে গণহত্যা বন্ধ করুন।’

দায়িত্বশীল প্রবক্তারা জায়নবাদের সাথে ইহুদি ধর্মকে বিপজ্জনকভাবে মিশ্রিত করার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন। তারা জোর দিয়ে বলেন, সকল ইহুদি জনগণ ইসরাইলি সরকারের নীতিগুলোকে সমর্থন করে না।

বাইডেন নিজেকে জায়নবাদী হিসেবে বর্ণনা করেন। সোমবার রাতে হানুক্কা ইভেন্টের সময় তিনি বলেন, ইসরাইলের প্রতি তার সমর্থন ‘অপ্রতিরোধ্য’।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

‘যুক্তরাজ্যের সহজ আশ্রয়ব্যবস্থা অভিবাসীদের ইংলিশ চ্যানেল পার হতে আকৃষ্ট করছে’

সিলেটের ৩ যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু জেনারেটরের ধোঁয়া থেকে: পুলিশ

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গুলির আঘাতে নিহত ব্রিটিশ বিজ্ঞানী