12.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

যে খেজুর কারখানার সব শ্রমিকই নারী

বিশ্বে প্রতি বছর প্রায় ৮৮ লাখ টন খেজুর উৎপাদিত হয়। যার ১৭ শতাংশ হয় সৌদি আরবে। খেজুর উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিম দেশটিতে খেজুর কারখানা আছে ১৫৭ টি। যার মধ্যে একটি কারখানার ব্যবস্থাপনা থেকে শুরু করে ভারী যান চলাচলসহ যাবতীয় কাজ পরিচালিত হয় নারীদের দ্বারা।

সৌদি আরবের আল-আহসা অঞ্চলে অবস্থিত খেজুর কারখানাটির নাম ইবনে জায়েদ। যারা প্রতি বছর ১ লাখ টন খেজুর উৎপাদন করেন।

কারখানাটির ম্যানেজমেন্ট থেকে শুরু করে হিসাবরক্ষক, মান নিয়ন্ত্রণ, প্যাকেজিংসহ সব ধরণের কাজ করে থাকেন নারীরা। এমনকি ফর্কলিফটও চালান তারা।

প্রতিষ্ঠানটিতে কর্মরত নারী কর্মী আকিলাহ আলি জানান, প্রথমে কিছু জটিলতা ছিলো। ভারী ট্রাক চালানো শুধু পুরুষের কাজ মনে করা হতো। কিন্তু আমি খুশি, কারণ মেয়েরাও নতুন যে কোনো কাজ করতে পারে এবং সফল হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার নারীর উপস্থিতি বাড়াতে বেশ কিছু সংস্কার চালু করেছে। ২০১৭ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ঘোষণা করেছিলেন যে, নারীরা গাড়ি চালাতে পারবে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনাও চালু করেছেন। এর লক্ষ্য সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং নারীর শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি করা।

আরো পড়ুন

ইংলিশ চ্যানেল কেন্দ্রিক অভিবাসন ঠেকাতে আবারো তৎপর ব্রিটেন এবং ফ্রান্স

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরবের সব ভিসা মিলবে এক প্ল্যাটফর্মে

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে প্রতারণা