10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানির কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) তাদেরকে গ্রেফতার করা হয়।

 

এই অনুষ্ঠানের একটি টিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি দৌড়ে ওই কুচকাওয়াজের সামনে চলে যায়।  প্রায় ১ হাজার ৫০০ সেনাসদস্য, সেনাবাহিনীর সংগীত দলের ৪০০ সদস্য ও ২৫০টি ঘোড়া ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ (ব্রিটিশ সার্বভৌমত্বের জন্মদিন উদ্‌যাপন) কুচকাওয়াজে অংশ নেয়।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই ব্যক্তি আড়াল থেকে দৌড়ে বেরিয়ে বাকিংহাম প্যালেসের দিকে এগোতে থাকেন। তারা কুচকাওয়াজের পথে শুয়ে পড়ে ।

 

গ্রেফতার হওয়াদের মধ্যে একজনের হাতে একটি ব্যানার ধরে থাকতে দেখা গেছে। আরেকজনের মাথায় স্বর্ণের মুকুট ছিল।

 

৩ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোঃ দ্য টাইমস

রুয়ান্ডানীতি’র হতে পারে একটি বড় ফাঁদঃ নাইজাল ফারাজ

যুক্তরাজ্যের নর্থ ওয়েলস ও উওর ইংল্যান্ডে হলুদ সতর্কবার্তা জারি