TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানির প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ব্রিটেনে নানা আয়োজন

ব্রিটিশ রাজ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৭০ বছর পূর্ণ হচ্ছে, যাকে বলা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। এ উপলক্ষে বুধবার (২ জুন) নানা কর্মসূচি ঘোষণা করেছে ব্রিটিশ রাজপরিবার। এরইমধ্যে ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত চার দিনের ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।

 

সিংহাসনে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে আছে শোভাযাত্রা, স্ট্রিট পার্টি ও বাকিংহাম রাজপ্রাসাদে লাইভ কনসার্ট। এ কনসার্টে বিশ্বের বড় বড় তারকারা অংশ নেবেন।

 

বছর জুড়ে রানির ৭০ বছর উদযাপন উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। এ সময় ব্রিটেনের বিভিন্ন স্থান ভ্রমণ করবে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।

 

ব্রিটেনের ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথ সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন। আগামী বছরের ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্ণ হবে ৯৫ বছর বয়সী রানির।

 

সূত্র: বিবিসি
৩ জুন ২০২১

আরো পড়ুন

বক্সিং ডে ইংল্যান্ডের বিভিন্ন স্টোর খোলা থাকবে, চলবে বিশেষ ডিসকাউন্ট অফার

নিউজ ডেস্ক

ব্রিটিশ বাংলাদেশি বাগানীদের শিকড়ে ফেরার গল্প

অনলাইন ডেস্ক

লন্ডনে ইউরো কাপ দেখতে এসে ২ হাজার করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক