5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পেট্রোলের দাম এই প্রথম দেড় পাউন্ডের নিচে

অটোমেটিক অ্যাসোসিয়েশন (এএ) মোটরিং গ্রুপ বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো পেট্রোলের গড় দাম লিটার প্রতি ১.৫০ পাউন্ডের নিচে নামলো।

সোমবার (৯ জানুয়ারি) পাম্পগুলোতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১৪৯.৭৪ পেন্সে। গত জুলাইয়ে যার রেকর্ড দর উঠেছিলো ১৯১.৫৩ পেন্স।

বিশ্বব্যাপী তেলের নিম্নমুখী দরকে ‘চালকদের জন্য একটি বিশাল স্বস্তি’ বলছে এএ। তবে ডিজেলের দাম এখনো বেশি রয়েছে বলেও জানায় তারা।

এএ-এর মুখপাত্র লুক বোসডেট বলেছেন, পেট্রোলের দাম এখনো পূর্বের তুলনায় অনেক বেশি রয়েছে। এছাড়া শহরের স্টেশনগুলি গ্রামীণ অংশের তুলনায় লিটার প্রতি ১০ পাউন্ড পর্যন্ত বেশি দাম নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নতুন নেতা কেমি ব্যাডেনোচ

সস্তা চীনা পণ্যে ইউরোপ সয়লাব, যুক্তরাজ্যকে দিতে হবে ক্ষতিপূরণ

অনলাইন ডেস্ক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল একজন স্বঘোষিত সমকামী

নিউজ ডেস্ক