3 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থী স্থানান্তর: আইন পাসের কাছাকাছি যুক্তরাজ্য সরকার

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো সংক্রান্ত যুক্তরাজ্য সরকারের আনা ‘বিতর্কিত’ বিলটি পার্লামেন্টে পাসের কাছাকাছি চলে এসেছে৷

সোমবার এ আইন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে আলোচনা হয়৷ এদিন, উচ্চকক্ষ হাউস অব লর্ডস থেকে পাঠানো সব সংশোধনী প্রত্যাখ্যান করেছেন নিম্নকক্ষের আইনপ্রণেতারা৷

দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানো হবে, সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে৷ কিন্তু পরিকল্পনাটি বারবার আইনি চ্যালেঞ্জের মুখে পড়ায় এখন পর্যন্ত কোনো আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানো সম্ভব হয়নি৷

হাউস অব লর্ডসের অনির্বাচিত আইনপ্রণেতাদের প্রস্তাবিত ১০টি সংশোধনী বাতিল করার পক্ষে ভোট দিয়েছে হাউস অব কমনসের নির্বাচিত আইনপ্রণেতারা৷

এই আইনটি পাস হলে, পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাকে একটি নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করা হবে এবং ব্রিটেনের মানবাধিকার আইনের কিছু অংশ এই আইনটিকে চ্যালেঞ্জ করতে পারবে না৷ ফলে, রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়ন সরকারের জন্য সহজ হয়ে যাবে৷

বুধবার বিলটি আবারো সংসদের উচ্চকক্ষে ফেরত যাবে৷ বিলটি ভোটে পাস হলেই তা আইনে পরিণত হবে৷

দেশটিতে এই বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তার আগেই রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানো শুরু করতে চায় সুনাক প্রশাসন৷ কারণ, বিরোধী লেবার পার্টির কাছে জনমত জরিপে পিছিয়ে থাকা ক্ষমতাসীন কনজারভেটিভরা এই পরিকল্পনা বাস্তবায়ন করে ভোটের মাঠে নিজেদের চাঙ্গা করতে চান৷

বিলটি আইনে রূপ নিলে, রুয়ান্ডা নিরাপদ দেশ কি না তা নিয়ে ব্রিটিশ আদালতে কোনো যুক্তি শুনানির সুযোগ থাকবে না৷ তবে, যেসব আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা পাঠানোর জন্য সরকার নির্বাচিত করবে, তাদের অবশ্য ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার থাকবে৷

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানোর মাধ্যমে, ইংলিশ চ্যানেলজুড়ে আশ্রয়প্রার্থীদের বিপজ্জনক যাত্রা থামাতে চায় যুক্তরাজ্য সরকার৷ আর এর মধ্য দিয়ে, আশ্রয়প্রার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের আবাসন খরচও অনেক কমে আসবে৷ বর্তমানে আশ্রয়প্রার্থীদের জন্য বছরে প্রায় ৩০০ কোটি পাউন্ড অর্থ খরচ হচ্ছে৷

সরকার হাজার হাজার আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে৷ তবে পূর্ব আফ্রিকার দেশটির এখন কয়েকশ আশ্রয়প্রার্থীকে নেয়ার সক্ষমতা রয়েছে৷

সোমবার প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, সরকার আগামী ‘বসন্তে’ রুয়ান্ডায় ফ্লাইট পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ৷ তার মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, রুয়ান্ডামুখী প্রথম ফ্লাইটের যাত্রীদের চূড়ান্ত করেছেন সরকারের কর্মকর্তারা৷

এই মাসের শুরুতে, পার্লামেন্টের ব্যয় নজরদারি সংস্থা (ওয়াচডগ) জানিয়েছে, প্রথম তিনশ আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা পাঠানো ও দেখাভাল করতে ৬০ কোটি পাউন্ডেরও বেশি অর্থ খরচ হবে৷

দেশটির ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ অনুমান করছে, এই পরিকল্পনার চূড়ান্ত ব্যয় পাঁচ বছরে প্রায় চারশ কোটি পাউন্ড ছাড়িয়ে যেতে পারে৷

সূত্রঃ এপি

এম.কে
১৯ মার্চ ২০২৪

আরো পড়ুন

স্কটল্যান্ডে স্বাস্থ্য ঝুঁকির কারণে বাড়লো এলকোহলের দাম

নারীকে গাড়ির নিচে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু

কাজী হতে পারবেন না নারীরা: হাইকোর্টের রায় প্রকাশ

অনলাইন ডেস্ক