5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ

রাশিয়া তার নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ নির্দেশনা জারি করে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কানাডায় রুশ নাগরিকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটায় মস্কো এ পদক্ষেপ নিয়েছে।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার সবচেয়ে বেশি সমালোচনা করেছে কানাডা।রাশিয়ার অসংখ্য ব্যক্তি ও শত শত প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি মস্কোর সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিয়েছে কানাডা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কানাডায় আমাদের নাগরিকদের ওপর বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে কানাডা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

ডিডব্লিউপি’র নতুন অ্যালরিদম নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের শঙ্কা

No Human is Illegal | January 26

প্রতি ৩-৪ সপ্তাহে ১টি করে কোম্পানি কিনেছে অ্যাপল

অনলাইন ডেস্ক