TV3 BANGLA
আন্তর্জাতিক

রেসলিং দুনিয়ার শোকঃ হৃদরোগে রেসলার হাল্ক হোগানের মৃত্য

বিশ্ব কুস্তির ইতিহাসে এক যুগের অবসান ঘটিয়ে ৭১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন WWE কিংবদন্তি হাল্ক হোগান। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মার্কিন ট্যাবলয়েড TMZ Sports নিশ্চিত করেছে এ তথ্য।

তার প্রকৃত নাম ছিল টেরি জিন বোলিয়া। পেশাদার কুস্তিতে হাল্ক হোগান নামে তিনি শুধু জনপ্রিয়ই নন, বরং ‘হাল্কাম্যানিয়া’ নামে বিশ্বজোড়া এক সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। ১৯৮০-এর দশকে তার স্বর্ণকেশী চুল, হ্যান্ডেলবার গোঁফ এবং ‘২৪ ইঞ্চি পাইথন’ নামে খ্যাত বাহু বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল।

পুলিশ জানিয়েছে, হোগানের মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতার প্রমাণ মেলেনি। তবে তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো পরীক্ষাধীন। প্রথমদিকেই হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হলেও, পোস্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

হাল্ক হোগান ছয়বার WWE চ্যাম্পিয়ন হন এবং ২০০৫ সালে WWE হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। তিনি শুধু রিংয়েই নন, বিনোদন জগতেও ছিলেন পরিচিত মুখ। ‘সাডেনলি সুজান’ নামক জনপ্রিয় সিটকমে অতিথি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

তার মৃত্যুতে পুরো ক্রীড়া ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত কুস্তিগির দ্য আন্ডারটেকার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “কুস্তি বিশ্ব একজন সত্যিকারের কিংবদন্তিকে হারাল। তার অবদান অসামান্য। ধন্যবাদ, হাল্ক হোগান।”

হাল্ক হোগানের ছেলে নিক হোগান ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “সেরা বাবার সঙ্গে দারুণ ফাদার’স ডে কাটালাম! তোমাকে খুব মিস করব, বাবা!”

অভিনেত্রী ব্রুক শিল্ডসও হোগানের স্মরণে আবেগঘন বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “তোমার সঙ্গে কাজ করা ছিল এক জীবনের সেরা অভিজ্ঞতা। শান্তিতে বিশ্রাম নাও, হাল্ক।”

টেরি বোলিয়া ১৯৫৩ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন নির্মাণশ্রমিক এবং মা নৃত্যশিল্পী। ছোটবেলায় গিটার ও বেস গিটার বাজিয়ে বিভিন্ন ব্যান্ডে অংশ নেন তিনি। পরবর্তীতে কলেজ ছেড়ে দিয়ে ১৯৭৭ সালে পেশাদার কুস্তি শুরু করেন।

সূত্রঃ দ্য এক্সপ্রেস / TMZ Sports

এম.কে
২৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় তোপের মুখে মোদি!

‘আমি ফিলিস্তিন সরকারের অধীনে থাকতে চাই না’: নুসির ইয়াসিন

নিউজ ডেস্ক