TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রোগীর সাথে ভিজিটর নিষিদ্ধ করলো লন্ডনের একটি হাসপাতাল

দক্ষিণ লন্ডনের একটি হাসপাতাল ট্রাস্ট কোভিডের হার বৃদ্ধির কারণে প্রাপ্তবয়স্ক রোগীদের সাথে ভিজিটর থাকা নিষিদ্ধ করেছে। শুধুমাত্র বিশেষ পরিস্থিতি বিবেচনায় এর ব্যতিক্রম ঘটতে পারে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ভিজিটর সম্পূর্ণ মানা।

 

লুইশাম এবং গ্রিনউইচ এনএইচএস ট্রাস্ট জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে ইউনিভার্সিটি হাসপাতাল লুইশাম এবং উলউইচের কুইন এলিজাবেথ হাসপাতালে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে প্রসূতি, মৃত্যুশয্যায় থাকা রোগী, এবং শিশু ওয়ার্ডে থাকা শিশুদের জন্য তাদের অন্তত একজন ভিজিটরকে অনুমতি দেওয়া হয়েছে।

‘এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে রোগী, কর্মী এবং দর্শনার্থীদের নিরাপদ রাখতে আমাদের যা যা করা দরকার তা করতে হবে৷ আমরা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার অধীনে রাখছি, এবং করোনা পরিস্থিতি নিরাপদ হলেই আমরা পুনরায় পরিদর্শনের ব্যবস্থা শিথিল করবো।’ বলে জানান হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র।

 

৩১ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

লেবার পার্টির রিফর্ম-স্টাইল বিজ্ঞাপন প্রচারঃ ডিপোর্টের বিষয়ে দেওয়া হচ্ছে জোর

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা নিয়ে হোম অফিসে অভ্যন্তরীণ বিদ্রোহ

ইস্ট লন্ডন থেকে ১২ বছরের ইয়াফি নিখোঁজ, পুলিশ ও পরিবারের উদ্বেগ বাড়ছে