করোনার চতুর্থ ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ চরম আকারে বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের লকডাউন ও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ডাচ সরকার। ওদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে বহু মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে গুলি চালিয়ৈছে ডাচ পুলিশ।
আলজাজিরা জানায় স্থানীয় সময় শুক্রবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ মানুষ বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে। জানা গেছে, পুলিশকে লক্ষ করে ইট-পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের দুটি গাড়িও তারা ভাঙচুর করেছে।
স্কাই নিউজের খবরে বলা হয়, শত শত দাঙ্গাকারী গাড়িতে আগুন দিয়েছে, আতশবাজি নিক্ষেপ করেছে এবং পুলিশের দিকে ঢিল ছুঁড়েছে। ওদিকে জীবনের ভয়ে বন্দুকের গুলি এবং জল কামান দিয়ে প্রতিক্রিয়া জানাতে পুলিশ বাধ্য হয়েছে।
Two protesters have been shot and wounded by police to protect public health during protests against the new lockdown imposed in Rotterdam, Netherlands.https://t.co/Z2ypM5WIwppic.twitter.com/RvFgBUjArH
— Michael P Senger (@MichaelPSenger) November 20, 2021
পুলিশ গুলি চালালে সাতজন মানুষ আহত হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। বিক্ষোভ থামাতে জলকামান ব্যবহার করে পুলিশ।
🇳🇱 This how it started #Rotterdam pic.twitter.com/Yfh6o94jwB
— Based France Poland #BabiesLivesMatter (@from_based) November 19, 2021
রোটেরডাম পুলিশের মুখপাত্র বলেছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ গুলি চালিয়েছে।
রোটেরডামের মেয়র আহমেদ আবুতালেব ঘটনাটিকে ‘সহিংসতার বেলেল্লাপনা’ হিসেবে বর্ণনা করেছেন।
#Rotterdam #Netherlands Last night police fired at their citizens who took to the streets against #lockdown mandates.. Unconfirmed reports of injuries pic.twitter.com/dBziPzAoir
— Gillian McKeith (@GillianMcKeith) November 20, 2021
২০ নভেম্বর ২০২১
এনএইচ