পশ্চিম লন্ডনে একটি ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য মারা গিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
ব্রেন্টফোর্ড এবং আইলওয়ার্থের সাংসদ রুথ ক্যাডবারি জানিয়েছেন, এই পাঁচ সদস্যের পরিবারে যারা আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের মধ্যে শিশুও রয়েছে।
রবিবার সন্ধ্যায় হোনস্লোয়ের চ্যানেল ক্লোজের একটি টেরেসড হাউসে আগুন লাগায় পর ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। দশটি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী আগুন নির্বাপণে কাজ করেছিল।
লন্ডন মেট পুলিশ জানায়, একজন ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না এবং অন্য একজন সদস্য আগুন লাগার আগেই ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন বিধায় উনি প্রাণে রক্ষা পান।
দমকলকর্মীরা প্রথম তলায় পাঁচ জনের মৃতদেহ খুঁজে পায়।আগুনে পুড়ে নিচতলা, প্রথম তলা এবং ছাদের কিছু অংশ ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।
লন্ডন ফায়ার কমিশনার অ্যান্ডি রো, পাঁচ জনের পরিবারের সদস্যের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, ” এটি একটি ভয়াবহ দুঃখজনক ঘটনা এবং লন্ডন ফায়ার ব্রিগেডের সহমর্মিতা সবসময় ক্ষতিগ্রস্থদের সাথে রয়েছে।
উল্লেখ্য যে, আগুন লাগার কারণ এখনও খুঁজে পাওয়া যায় নাই তবে তদন্ত অব্যাহত রয়েছে। আগুন লাগা বাড়ির আশেপাশের বাড়িগুলো হতে সতর্কতার কারণে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। হেস্টন, সাউথল, টুইকেনহ্যাম, হেইস, ফেলথাম এবং আশেপাশের ফায়ার স্টেশনগুলির ফায়ার ক্রুরা আগুন নির্বাপণের জন্য কাজ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এম.কে
১৩ নভেম্বর ২০২৩