15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে গান্ধীর মূর্তি ভাঙচুরঃ ভারতীয় হাইকমিশন নিন্দা প্রকাশ

লন্ডনের টাভিস্টক স্কোয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তিটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দ্বারা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মূর্তিটি ১৯৬৮ সালে উন্মোচিত হয়েছিল এবং গান্ধীর লন্ডনে আইন শিক্ষার্থী হিসেবে কাটানো সময়কে স্মরণ করে তৈরি করা হয়।

ভারতের হাইকমিশন এক্স-এ (পূর্বে টুইটার) পোস্টে এই ঘটনাকে “শুধু ভাঙচুর নয়, বরং অহিংসার ধারণার ওপর সহিংস আঘাত” হিসেবে আখ্যায়িত করেছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। হাইকমিশন আরও জানিয়েছে, তাদের দল ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মূর্তিকে তার প্রাচীন মর্যাদায় পুনঃস্থাপন করছে।

মূর্তির ভিত্তিতে কালো স্প্রে দিয়ে লেখা হয়েছিল “সন্ত্রাসী”, সঙ্গে লেখা ছিল “গান্ধী, মোদি এবং হিন্দুস্তানি [ভারতীয়]”। পুলিশ এখনও কাউকে চিহ্নিত করতে পারেনি এবং ঘটনার তদন্ত চলছে। বিবিসি পরিদর্শনকালে দেখা যায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা মূর্তিটি পরিষ্কার করছেন।

এই ঘটনা ঘটল গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীর কয়েক দিন আগে, যা আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়। সাধারণত এই মূর্তির সামনে ফুলেল শ্রদ্ধা ও তার প্রিয় ভজন পরিবেশনের মাধ্যমে গান্ধীর জন্মদিন উদযাপিত হয়।

 

যুক্তরাজ্যে গান্ধীর মূর্তি ভাঙচুরের এটি নতুন ঘটনা নয়। ২০১৪ সালে লেস্টারে গান্ধীর একটি মূর্তি গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির কিছু অঞ্চলে গান্ধীর মূর্তি অপসারণের দাবিতেও আন্দোলন চালানো হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং

অবৈধ অভিবাসীদের আগামী দুই মাসের ভিতরেই রুয়ান্ডা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন

ব্রিটেনে সরকার পরিবর্তনের ফলে চ্যানেল পাড়ি দেওয়াতে প্রভাব ফেলবে নাঃ দাতব্য সংস্থা