TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে তরুণী নিখোঁজের ঘটনায় পুলিশ সদস্য গ্রেফতার

লন্ডনে নিখোঁজ তরুণী সারা এভারার্ড হত্যার অভিযোগে একজন মেট পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ মার্চ বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ লন্ডনের ক্ল্যাপামে শেষবারের মতো দেখা যায় ৩৩ বছর বয়সী ওই তরুণীকে।

 

বুধবার (১০ মার্চ) বিবিসির খবরে বলা হয়, তরুণীকে হত্যার সন্দেহভাজন হিসেবে একজন মেট পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। ৪৮ বছর বয়সী ওই অফিসার সংসদীয় ও কূটনৈতিক সুরক্ষা কমান্ডে কাজ করেন। তার প্রাথমিক দায়িত্ব ছিল কূটনৈতিক চত্বরে টহল দেওয়া। অপরাধীকে সহায়তা করার অভিযোগে একজন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

প্রাথমিকভাবে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এই অফিসারকে অশ্লীল এক্সপোজারের অভিযোগ সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

মেট পুলিশ জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তার করার পরেও সারা এভারার্ডেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

 

নিখোঁজের পর থেকে অফিসাররা ক্লাফাম অঞ্চলে ৭৫০ টিরও বেশি বাড়ি পরিদর্শন করেছে। পুরো অঞ্চল তল্লাশি করে দেখা হচ্ছে।

 

মঙ্গলবার (৯ মার্চ) সহকারী কমিশনার নিক এফগ্রাভ বলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হলেন একজন মেট্রোপলিটন পুলিশ অফিসার। তিনি আরো বলেন, আমি হতবাক ও গভীরভাবে দুঃখিত এই ঘটনায়।

 

ইয়র্কের সারা এভারার্ডেরগ ডারহাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তাকে সর্বশেষে সবুজ জ্যাকেট, নীল ট্রাউজার এবং ফিরোজা এবং কমলা জুতা পরা অবস্থায় দেখা যায়।

 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন, একজন পুলিশ কর্মকর্তার গ্রেপ্তার সবাইকে আরো উদ্বেগে ফেলে দিয়েছে।

 

 

সূত্র: বিবিসি
১০ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি নিহত

স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখাঃ দ্য টেলিগ্রাফ

আফগান নারীকে দেশে ফেরত পাঠাতে ভিসা বাতিল করেছে হোম অফিস