29.2 C
London
July 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, হিটওয়েভের শঙ্কা

লন্ডনে এ বছরের সবচেয়ে গরম আবহাওয়া দেখা যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে মেট অফিস।
দক্ষিণ ইংল্যান্ডজুড়ে শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকায় দেশের অনেক এলাকায় হিটওয়েভ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। হিটওয়েভ ঘোষণা করতে হলে তিন দিন ধারাবাহিকভাবে নির্দিষ্ট সীমার বেশি তাপমাত্রা রেকর্ড হতে হয়—যা লন্ডনে ২৮ ডিগ্রি।

লন্ডনে বৃহস্পতিবার তাপমাত্রা ২৯ ডিগ্রি, শুক্রবার ৩১ এবং শনিবার ৩২ ডিগ্রি ছোঁবে বলে জানানো হয়েছে। এটি বছরের সবচেয়ে গরম দিন হতে চলেছে।

মেট অফিসের উপপ্রধান আবহাওয়াবিদ টনি উইসন জানান, আগামী কয়েকদিন স্থিতিশীল আবহাওয়া বজায় থাকবে। সপ্তাহের শেষে দক্ষিণ থেকে আরও উষ্ণ বাতাস আসবে ইউরোপ হয়ে যুক্তরাজ্যে, যার ফলে তাপমাত্রা আরও বাড়বে।

হিটওয়েভে লন্ডন ছাড়াও মিডল্যান্ডস, পিক ডিস্ট্রিক্ট সংলগ্ন অঞ্চল এবং পূর্ব ওয়েলসের কিছু অংশ প্রভাবিত হবে বলে পূর্বাভাস।

লন্ডনের তাপমাত্রা শনিবার পর্তুগালের লিসবন, স্পেনের বার্সেলোনা এবং ফ্রান্সের নিসকেও ছাড়িয়ে যাবে, যেখানে ওইসব শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।

তবে সপ্তাহ শেষে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, আর্দ্রতার ওপর নির্ভর করে এই বৃষ্টিপাত হবে স্থানভেদে। কিছু পূর্বাভাসে সোমবার তাপমাত্রা মাঝামাঝি ৩০-এর ঘরে পৌঁছাতে পারে বলেও সম্ভাবনা দেখানো হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড গরম ও শুষ্ক আবহাওয়ায় ঘাসের আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্কতা জারি করেছে। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে স্থানীয় কাউন্সিলগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে ইয়র্কশায়ার এবং তার আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডকে খরাপ্রবণ অঞ্চল ঘোষণা করেছে পরিবেশ সংস্থা। শুষ্ক বসন্ত ও উচ্চ তাপমাত্রা মিলিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
১৭ জুন ২০২৫

আরো পড়ুন

ইউরোপে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বরিস জনসনের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধেঃ দ্য টেলিগ্রাফ

যুক্তরাজ্যে জন্মহার আশঙ্কাজনকভাবে কমছে, উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন