10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রী মুস্তফা কামালের জামাতার মরদেহ উদ্ধার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের মরদেহ লন্ডনে তার নিজ বাসায়‌ পাওয়া গেছে।

 

রোববার (১৮ এপ্রিল) পুলিশ বাসার তালা ভে‌ঙে মো. দিলশাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে।

 

লন্ড‌নে অর্থমন্ত্রীর প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন হিসেবে পরিচিত সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ সংবাদ মাধ্যমকে জানান, নিহত মো. দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে পু‌লিশ ধারণা কর‌ছে। মৃত্যুকালে দিলশাদের বয়স হয়েছিল ৪৬ বছর।

 

তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গ্নে ও সাঈদ খোকনের ফুফাত ভাই।

 

সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ আরও জানান, তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান কর‌ছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (১৬ এপ্রিল) তিনি মৃত্যুবরণ  করেন। রোববার পুলিশ এসে বাসার  দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে। লাশ কোথায় দাফন হ‌বে তা প‌রিবারের সদস‌্যরা সিদ্ধান্ত নেবেন।

 

প‌রিবা‌রের সদস‌্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লে জানা গে‌ছে।

 

১৮ এপ্রিল ২০২১
সূত্র: বাংলাট্রিবিউন

আরো পড়ুন

প্রচণ্ডে গরমে ইতালির ১৪ শহরে রেড এলার্ট

টুইটারের সবচেয়ে বড় অংশীদার এখন ইলন মাস্ক

ল্যান্ডলর্ডদের জন্য লেভেলিং আপ

অনলাইন ডেস্ক