TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে পাকিস্তান দূতাবাস ভাঙচুর

পাক-আফগান সীমান্তে সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশন ভবনে ভাঙচুর চালিয়েছে আফগান বংশোদ্ভূত নাগরিকরা।

 

নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুসারে, রোববার (২৩ মে) বিকালে আফগানিস্তানে হত্যা বন্ধে লন্ডনের নাইটসব্রিজে লডেস স্কয়ারে পাকিস্তানের হাইকমিশন দূতাবাস এলাকায় প্রায় ২০০ জন প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা পাকিস্তানের হাইকমিশন ভবনকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

এ সময় সেখানে কাতার দূতাবাসের বাইরেও একটি শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

 

এদিকে ভাঙচুর ও হামলার ঘটনায় যুক্তরাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন।

 

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করছে। এরমধ্যে পাক-আফগান সীমান্তে দু’দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়েছে।

 

২৬ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

প্রিন্স উইলিয়াম ইউক্রেনকে সমর্থন জানাতে মিত্রদেশ পোল্যান্ডে অবস্থান করছেন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ বিদেশি শ্রমিক আটক

হোম অফিস কর্তৃক আশ্রয়প্রার্থীদেরকে হয়রানি

অনলাইন ডেস্ক