6.5 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে পুলিশের সাথে লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ, আটক ৩৬

লন্ডনে ব্রিটিশ সরকারের লকডাউন পরিকল্পনার বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে মেট্রোপলিটন পুলিশ ৩৬ জনকে আটক করেছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ তাদের হটিয়ে দিতে যায়। সে সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ ৩৬ জনকে আটক করে।

 

উপ-সহকারী কমিশনার লরেন্স টেলর বলেছিলেন, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের আক্রমণে আহত হয়েছে।

 

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে একসঙ্গে ছয়জনের বেশি জমায়েত হওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা অবৈধ ভাবে নাগরিকদের জন্য স্বাস্থ্যগত হুমকি তৈরি করেছেন। তাছাড়া, বিক্ষোভে তাদের আচরণও আইন শৃঙ্খলা পরিপন্থি। তাই তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

 

পরিসংখ্যান অনুযায়ী, শুধু যুক্তরাজ্য নয় বরং ইউরোপজুড়ো আবারো কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। এই কারণে অনেক দেশ নতুন করে লকডাউনে যেতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনার এই ধরনটি খুবই সংক্রামক বলে লকডাউন দিতে হচ্ছে।

 

 

সূত্র: বিবিসি
২১ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

“ব্যাংক অব মাম অ্যান্ড ড্যাড”

অনলাইন ডেস্ক

চিকিৎসায় নোবেল পেলেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান

উত্তর আয়ারল্যান্ডের আদালতে মানবাধিকার নিয়ে অভাবনীয় রায়