TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে হঠাৎ বন্যা, টানেলে ট্রেন চলাচল বন্ধ

লন্ডনে আকস্মিক বন্যায় রেলওয়ে টানেল ডুবে গেছে। শনিবার ৩০ ডিসেম্বর বন্যার কারণে যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের সংযোগকারী এক ডজনেরও বেশি ট্রেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেল অপারেটর ইউরোস্টার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক রেল অপারেটর ইউরোস্টার জানিয়েছে, সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল এবং ইবসফ্লিটের মধ্যে ইউরোস্টার রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্যে পুনরায় চালু করতে দেরি হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, লন্ডন, প্যারিস, আমস্টারডাম ও ব্রাসেলসের মধ্যে অন্তত ১৪টি যাত্রা বাতিল করা হয়েছে। এই যাত্রা বাতিলের মধ্য দিয়ে এক বছরেই দ্বিতীয়বারের মতো বিড়ম্বনায় পড়লো ইউরোস্টার রেল যাত্রীরা। এর আগ ২১ ডিসেম্বর ফরাসি ধর্মঘটের জন্য বড়দিনের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।

পরবর্তী কবে পুনরায় রেল পরিষেবা চালু হবে তা স্পষ্ট করে বলতে পারেনি ইউরোস্টার কর্তৃপক্ষ। কারণ বন্যার কারণে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তার মেরামত করতে কতদিন লাগবে বলা যাচ্ছে না।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০১ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

লেবার পার্টির রিফর্ম-স্টাইল বিজ্ঞাপন প্রচারঃ ডিপোর্টের বিষয়ে দেওয়া হচ্ছে জোর

ব্রিটেনে তিন মাসে ৪ হাজারে বেশি অভিবাসী, নতুন রেকর্ড

বিদেশিদের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করতে যাচ্ছে কানাডা

অনলাইন ডেস্ক