8.6 C
London
January 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে দাবানলঃ দমকলকর্মী সেজে চলছে লুটপাট

ছয় দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতোমধ্যে আগুনে পুড়ে ছারখার হয়েছে বিস্তীর্ণ এলাকাও। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। ভয়াবহ এ ঘটনার মধ্যেই আবার বেড়েছে চুরি ও লুটপাট। দমকল কর্মী সেজে চুরি করছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টির শেরিফ বিভাগের প্রধান রবার্ট লুনা।

লুনা জানিয়েছেন, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে লুনা আরও বলেছেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন। যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মতো গ্রেফাতার হয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সংখ্যা বেড়েই চলেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন দমকল কর্মীর সদস্য সেজে লুটপাট করছিল বলেও জানান তিনি।

এদিকে দাবানলের মধ্যে সেখানে নতুন বিপদের শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচন্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। এরই মধ্যে দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পর্যন্ত গত ছয় দিনে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভ‚ত হয়েছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী, সেখানে আরো ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে এক লাখ ৫৩ হাজার মানুষকে। এছাড়া এর বাইরে আরো এক লাখ ৬৬ হাজার বাসিন্দাকে বলা হয়েছে, প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ৫ সতর্কতা জারি করেছে।

সূত্রঃ বিবিসি / এবিসি সেভেন

এম.কে
১৩ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

প্রত্যেক ইসরাইলি হয়, সন্ত্রাসী নয়, সন্ত্রাসীর সন্তানঃ রানী এলিজাবেথ

নিউজ ডেস্ক

সৌদি আরবে এবার পর্যটকদের জোয়ার, বিশ্বে দ্বিতীয়

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

নিউজ ডেস্ক