2.2 C
London
January 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবার সরকার আসার পর বেড়েছে অবৈধ অভিবাসী গ্রেফতারের হার

অবৈধভাবে মানুষ নিয়োগ দেওয়া অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হওয়ার পর গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আজ হোম অফিস প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা গিয়েছে।

হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম যুক্তরাজ্য জুড়ে কার্যক্রম বাড়িয়েছে যাতে অবৈধভাবে মানুষ নিয়োগ বন্ধ করা যায়।

আজ সোমবার, ২ ডিসেম্বর, হাউস অব কমন্সে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, জুলাই মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কাজে নিয়োগ সংক্রান্ত অভিযান ৩৪% বৃদ্ধি পেয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা ২৫% বেড়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য।

২০২৪ সালের ৫ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত, অসাধু নিয়োগকারীদের লক্ষ্য করে পরিচালিত অভিযানে ৩,১৮৮টি পরিদর্শন এবং ২,২৯৯টি গ্রেপ্তার হয়েছে। তুলনায়, ২০২৩ সালের একই সময়কালে ২,৩৭১টি পরিদর্শন ও ১,৮৩৬টি গ্রেপ্তার হয়েছিল।

অবৈধভাবে কাজ করছে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ মূলত সুপারমার্কেট এবং অন্যান্য শিল্প যেমন কার ওয়াশ ও নির্মাণখাতকে টার্গেট করে করা হয়েছে।

এই নতুন পরিসংখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের সঙ্গে এসেছে, যেখানে সরকার নেট অভিবাসন কমানো, ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং আশ্রয় ব্যবস্থা পুনরায় সুশৃঙ্খল করার পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া, পূর্ববর্তী সরকারের নীতিমালার কিছু বিবরণও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রুয়ান্ডার সঙ্গে অভিবাসন এবং অর্থনৈতিক উন্নয়ন অংশীদারিত্ব।

আজ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে, ২০২২ সালের বসন্তে এই নীতি চালু হওয়ার পর থেকে এবং চলতি গ্রীষ্মে এর বন্ধ হওয়া পর্যন্ত, রুয়ান্ডা সরকারকে সরাসরি £২৯০ মিলিয়ন প্রদান করা হয়েছে। এ ছাড়া, কর্মী, আইটি এবং আইনি ব্যয়ের জন্য প্রায় £৩০০ মিলিয়ন এবং বহিষ্কার ফ্লাইটের জন্য £৫০ মিলিয়ন ব্যয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডা ফ্লাইট পরিকল্পনার পরিবর্তে যুক্তরাজ্যে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য নতুন ফ্লাইট পরিকল্পনা চালু করেছেন। এর ফলে সাধারণ নির্বাচনের পর থেকে প্রায় ১০,০০০ জনকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার হাউস অব কমন্সে দেওয়া এক বিবৃতিতে বলেন:

“গত পাঁচ বছরে কনজারভেটিভ সরকার , অভিবাসন ও আশ্রয় ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বৈধ ও অবৈধ অভিবাসন উভয়ই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আশ্রয় ব্যবস্থার অনিষ্পন্ন মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মৌলিক নিয়মের প্রয়োগ ভেঙে পড়েছে।

নির্বাচনের পর থেকে আমরা দ্রুত রুয়ান্ডা পরিকল্পনার অনেক কর্মীকে বাস্তব ফ্লাইটের কাজে পুনর্বিন্যাস করেছি, যাতে যুক্তরাজ্যে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের ফেরত পাঠানো যায়। এর ফলে প্রায় ১০,০০০ জনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। জোরপূর্বক ফেরতের হার ১৯% বৃদ্ধি পেয়েছে এবং স্বেচ্ছায় ফেরতের হার ১৪% বেড়েছে।

সম্প্রতি, আমাদের আন্তর্জাতিক সহযোগিতার বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য গ্রেপ্তার হয়েছে এবং পাচারকারী চক্র ও তাদের সহযোগীদের দেখানো গেছে যে, আইন প্রয়োগকারীদের হাত থেকে তাদের লুকিয়ে থাকার সুযোগ নেই।

এখন আমাদের সামনে সুযোগ এসেছে এটি পরিবর্তন করার, অপরাধী চক্রগুলিকে মোকাবিলা করার এবং বিপজ্জনক নৌকা পাড়ি দেওয়া বন্ধ করার, কঠোর পরিশ্রম ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার।”

নভেম্বরে পরিচালিত এক দেশব্যাপী অভিযানে, যা “অপ টর্নেডো” নামে পরিচিত, যা কনভেনিয়েন্স স্টোরগুলো লক্ষ্য করে ২৩৫টি পরিদর্শন এবং ১৫৪ জন অবৈধভাবে কাজ করছে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার নোটিশ দেওয়া হয়েছে, যার আর্থিক মূল্য £৪ মিলিয়ন পর্যন্ত হতে পারে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ নিয়োগপূর্ব যাচাই না করায় একেকজন কর্মীর জন্য £৬০,০০০ পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

অনেক ক্ষেত্রে, অবৈধ কর্মীরা সাইটে অমানবিক পরিবেশে বসবাস করে, যুক্তরাজ্যের ন্যূনতম মজুরির অনেক কম পারিশ্রমিক পায় এবং আইনসম্মত সময়ের বেশি কাজ করে। এত কম পারিশ্রমিক দেওয়ার ফলে এই অসাধু নিয়োগকারীরা আইন মেনে চলাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সুবিধা নেয় এবং কর ফাঁকি দিয়ে অর্থনীতিতে সঠিকভাবে অবদান রাখে না।

ইমিগ্রেশন এনফোর্সমেন্টের এনফোর্সমেন্ট, কমপ্লায়েন্স ও ক্রাইম ডিরেক্টর এডি মন্টগোমারি বলেছেন:
“অবৈধ কর্মসংস্থান বিরোধী অভিযান অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনে এবং শোষণ থেকে দুর্বল মানুষদের সুরক্ষা দিতে সহায়তা করে।

আমি যুক্তরাজ্যজুড়ে আমাদের দলের কঠোর পরিশ্রম, দক্ষতা এবং এই অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় অভিযানে সহযোগিতার জন্য গর্বিত।”

ফেরত ও অবৈধ কর্মসংস্থান ছাড়াও, হোম অফিস অপরাধী পাচার নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে পদক্ষেপ বাড়িয়েছে। নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড অপরাধী পাচারকারী ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

গত সপ্তাহে, স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকের সঙ্গে একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ইউরোপজুড়ে সক্রিয় মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলিকে মোকাবিলা করা হবে। এই গুরুত্বপূর্ণ সীমান্ত চুক্তি সীমান্ত নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে, যার মধ্যে রয়েছে আরও কার্যকর আইন প্রয়োগের কাজ, বর্ধিত গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং একটি নতুন টাস্কফোর্স গঠন।

এছাড়া, এই মাসের শুরুতে গ্লাসগোতে ইন্টারপোলের সাধারণ অধিবেশনে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরে সংঘবদ্ধ অভিবাসন অপরাধ মোকাবিলার জন্য এবং ছোট নৌকা পারাপার থেকে মুনাফা করা অপরাধী নেটওয়ার্কগুলো ধ্বংস করতে £১৫০ মিলিয়ন ব্যয় করা হবে।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
০৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বৃটিশ রাজার ফ্রান্স সফর বাতিল, ফ্রান্সের অবস্থা থমথমে

অ্যাসাইলাম প্রার্থীদের কাজের অনুমতি দেওয়ার পক্ষে নতুন জাস্টিস সেক্রেটারি

অনলাইন ডেস্ক

ভারতে ৩০% ট্যাক্সের মাধ্যমে বৈধ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি