5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

শপথ নিল ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টাসহ ১৪ জন আজ বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। আরো ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।

শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম, বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে।
তবে বিএনপিপন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত ছিলেন। তাছাড়া সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা এবং বিদায়ী সরকারের সচিবেরা উপস্থিত ছিলেন।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ইউরোপেও জেঁকে বসতে শুরু করেছে ডেল্টা ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, যুবকের সাজা

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড