TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শরিয়াহ আইন চাকরির বিজ্ঞাপন নিয়ে নাইজেল ফারাজের ক্ষোভ, যুক্তরাজ্যে তীব্র বিতর্ক

সরকারের ওয়েবসাইটে শরিয়াহ আইন প্রশাসক পদে চাকরির বিজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বার্ষিক £২৩,৫০০ বেতনের এই পদের জন্য শরিয়াহ আইনে বিশেষজ্ঞ একজন আইনি সহকারী নিয়োগের উদ্যোগ নেয় ম্যানচেস্টার কমিউনিটি সেন্টার। নির্বাচিত প্রার্থীকে মুসলিম সম্প্রদায়ের সহায়তায় কাজ করতে হবে এবং ম্যানচেস্টার শরিয়াহ কাউন্সিলের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে।

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বিজ্ঞাপনটিকে দেশের মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক্সে পোস্ট দিয়ে বলেন, “আমাদের দেশ ও এর মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে।” রাজনৈতিক বিশ্লেষক বেলা ওয়ালারস্টেইনারও কঠোর সমালোচনা করে জানান, শরিয়াহ আইন যুক্তরাজ্যে কোনো স্থান পায় না এবং এটি নিষিদ্ধ করা উচিত।

ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলর লাইলা কানিংহ্যাম মন্তব্য করেন, “এটি করদাতাদের অর্থে অর্থায়িত একটি চাকরি, যা শরিয়াহ আইন প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি আমাদের দেশ, আইন এবং নীতিকে দুর্বল করছে।” তবে অনেকে এর বিপরীতে যুক্তি দিয়ে বলেন, এটি কোনো সরকার-অর্থায়িত পদ নয়। বিজ্ঞাপনটি শুধু ডিডব্লিউপি-হোস্ট করা প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং শরিয়াহ কাউন্সিল ব্রিটিশ আইনের অধীনে পরিচালিত একটি বেসরকারি সংস্থা।

যুক্তরাজ্যে শরিয়াহ আইন বহু বছর ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, গত বছর দেশে ৮৫টি শরিয়াহ আদালত কার্যকর ছিল এবং অনেক ব্রিটিশ নাগরিক পারিবারিক ও বৈবাহিক বিষয় নিষ্পত্তির জন্য এসব ধর্মীয় কাউন্সিলের সহায়তা নিচ্ছেন। যদিও এসব কাউন্সিল শুধুমাত্র ধর্মীয় সিদ্ধান্ত দিতে পারে, তাদের কোনো আইনি ক্ষমতা নেই এবং তারা নিয়মিত আদালতের রায় অগ্রাহ্য করতে পারে না।

টোরি এমপি নিক টিমোথি শরিয়াহ বিবাহ নিয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন, নাগরিক বিবাহের আইনি সুরক্ষা ছাড়া সম্পন্ন যেকোনো শরিয়াহ বিবাহ অপরাধ হিসেবে গণ্য করা উচিত।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য সরকার রুয়ান্ডা নীতিতে আদালতের রায় নিয়ে বেকায়দায়

ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রাজাকে চিঠি লিখেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ