15.5 C
London
August 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শাবিপ্রবির ছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ, ২ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সক্রিয় কর্মী।

বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

পরে রাত সাড়ে ৯টায় তাদের গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি জানান, তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।

এর আগে কোতোয়ালি থানায় দুজনকে আসামি এবং একজনকে সন্দেহভাজন করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়।

জানা যায়, গত ২ মে ভুক্তভোগী এবং অভিযুক্ত দুই শিক্ষার্থী সিলেট শহরের রিকাবিবাজারে একটি কনসার্টে গিয়েছিলেন। পরে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে মেসে নিয়ে যান এবং সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। পরে তাকে সেই ভিডিও ও ছবির সাহায্যে ব্ল্যাকমেইল করা হয় যেন এ ব্যাপারে কারো সঙ্গে কথা না বলে।

আটকদের মধ্যে আদনান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় করা একটি মামলার আসামি।

সূত্রঃ খবরের কাগজ

এম.কে
২০ জুন ২০২৫

আরো পড়ুন

মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন

বাংলাদেশে আসছে বিদেশের আদলে ফোনের সাথে কন্ট্রাক্ট সিম

‘ইইউ আপনার সঙ্গে আছে’, ইউনূসকে আশ্বাস